পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেতাল ষড়বিংশতি ea was স্কুলের মাষ্টার নূতন-পাড়া নামক একখানি গ্রাম আছে। সেই গ্রামে একটি স্কুল আছে। গৌরীশঙ্কর নামক এক ব্ৰাহ্মণ যুবক সেই স্কুলে মাষ্টারি করেন। তাঁহার বেতন কুড়ি টাকা। কুড়ি টাকা বেতনে কেহ বড়মানুষ হইতে পারে না; কিন্তু বড়মানুষ হইতে গৌরীশঙ্করের বড় সাধ । কাহার বা সাধ নয়?-- কি করিয়া রাতারাতি অর্থবান হইতে পারা যায়, গৌরীশঙ্কর সর্বদাই সেই চিন্তা করিতে লাগিলেন। রাতারাতি বড়মানুষ হইবার উপায় পৃথিবীতে বড় অধিক নাই,—একেবারে নাই বলিলেও চলে। কিন্তু গৌরীশঙ্কর সুবুদ্ধি লোক, সহজেই সে উপায় তিনি বাহির করিলেন। গৌরীশঙ্কর শুনিলেন যে, শ্মশানে গিয়া শব-সাধন পারিলে দেবীর বরে যাহা ইচ্ছা! তাহাই লাভ করিতে পারা যায়। “একটা মড়ার উপর বেসিয়া, কিছুক্ষণ জপ করা বই তো নয়! কেনই বা তা না পারিব?” গৌরীশঙ্কর সাহসী পুরুষ ছিলেন, এ কার্য্যটন ব্ৰতী হইলেন। কি কািরয়া এ কাজ করতে হয়, সেই দিন হইতে তিনি সে তত্ত্ব করিতে লাগিলেন। গুরুগিরিতে তাহার বড় বিশ্বাস ছিল না। তিনি দীক্ষিত হন। মাথায় একটি টিকি রাখিয়াছিলেন। যাহা হউক, গৌরীশঙ্কর শব-সাধনের চেষ্টায় রহিলেন। অনুসন্ধান করিতে করিতে শবসাধনের নিমিত্ত তিনি একটি মন্ত্র পাইলেন। আর একজনের নিকট তিনি ইহার প্রকরণও কিছু কিছু জানিয়া লইলেন। গুরু। তাঁহার ছিল না, এ কাৰ্য্যে উত্তর-সাধক হয়, এমন একজন লোকও তিনি পাইলেন না। উত্তর-সাধকের জন্য তিনি বিশেষ চেষ্টাও করেন নাই। কারণ, রাতারাতি বড় মানুষ হইতে হইলে, সে কাজটা গোপনে হইলেই ভাল হয়; ভাগিদার করা উচিত নয় । মন্ত্রের যোগাড় হইল, প্রকরণ ঠিক হইল। এখন চাই মড়া। মড়া না হইলে শিব-সাধন হয় না। যেমন-তেমন মড়ায় এ কাজ হয় না। গৌরীশঙ্কর অনেকদিন ধরিয়া, উপযুক্ত শবের অনুসন্ধান করিতে লাগিলেন। দৈবক্রমে কিছুদিন পরে তাঁহাদের গ্রামে সর্পাঘাতে একজন চণ্ডালের মৃত্যু হইল। গৌরীশঙ্কর সেই চণ্ডালের আত্মীয়গণকে বলিলেন,- “সৰ্পদংশনে লোকের প্রকৃত মৃত্যু হয় না। একপ্রকার অজ্ঞান হইয়া থাকে। ভাল রোজার হাতে পড়িলে পুনরায় জীবিত হইতে পারে। গঙ্গার ধারে হইলে, মৃতদেহ গঙ্গাজলে নিক্ষেপ করাই উচিত। এ স্থানে গঙ্গা নাই। শ্মশানে লইয়া বীশের একটি উচ্চ মাচা নিৰ্ম্মাণ করিয়া, তাহার উপর ইহাকে সাত দিন রাখিয়া দাও। ইহার যদি আয়ু থাকে, তাহা হইলে এই সাত দিনের মধ্যে কোন না কোন স্থান হইতে রোজা ଝୁଣ୍ଟft-୩ଣୀ 8SS sNAls viði (SS BS! ro www.amarboi.com ro