পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দরজায় অতি সবলে আঘাত হইতে লাগিল । দরজা যেন ভাঙ্গিয়া ফেলিতে লাগিল । পাল মহাশয় বারেণ্ডায় গিয়া উচ্চৈঃস্বরে জিজ্ঞাসা করিলেন,- “কে ও? দরজা ভাঙ্গে কে?” বাহির দিকে নীচে হইতে কে উত্তর দিল,— “আমরা পুলিশের লোক। দরজা খুলিয়া দাও।” পাল মহাশয় বলিলেন, — “রাত্রি প্রায় একটা বাজে। এ ঘোর রাত্ৰিতে আমি দরজা খুলিয়া দিতে পারি না। যদি তোমাদের কোন প্রয়োজন থাকে, তাহা হইলে প্ৰাতঃকালে আসিও, তখন দ্বার খুলিয়া দিব। রাত্রিকালে ঘরের ভিতর প্রবেশ করিবার আইন নাই।” পুলিশের লোক উত্তর করিল,- “দ্বার খুলিয়া দাও। যদি না খুলিয়া দাও, তাহা হইলে দ্বার আমরা ভাঙ্গিয়া ফেলিব। তোমার ঘরে খুনী আসামী আছে।” পাল মহাশয় বলিলেন,- “আমার ঘরে খুনী আসামী কোথা হইতে আসিবো? এ ঘোর রাত্ৰিতে আমি দ্বার খুলিয়া দিব না;— তোমরা পুলিশের লোক হও আর যেই হও।” তাহারা দ্বারা যেন ভাঙ্গিয়া ফেলিবার উদ্যোগ করিল। পাল মহাশয় ঘরের ভিতর আসিয়া বলিলেন,- “সৰ্ব্বনাশ হইল! আর কোন উপায় নাই। মিহির এইবার ধরা পড়িল। সৰ্ব্বনাশ ' মিহিরের এক হাত মা ধরিয়াছিলেন ও অপর হাত ভগিনী ধরিয়াছিল। মিহিরকে মাঝখানে রাখিয়া, দুই জনে পাৰ্থে বসিয়া ক্রমাগত কাঁদিতেছিলেন। পাল মহাশয়ের এই নিদারুণ বাক্য শুনিয়া, ভগিনী সহসা মিহিরের হাত ছাড়িয়া দিল। তাহার পর সে উঠিয়া দাঁড়াইল। আচলে চক্ষু মুছিতে মুছিতে পিতাকে সে বলিল,— “বাবা। নীচে গিয়া পুলিশের লোককে তুমি দরজা খুলিয়া দাও। আমি মনে মনে এক উপায় স্থির করিয়াছিাঁ। ভগবানের কৃপায় আমাদের বাসনা পূর্ণ হইবে।” ○ কন্যার কথা শুনিয়া আমরা সকলেই অব্যাঙ্গুইয়াতাহার মুখপানে চাহিয়া রহিলুম। কন্যা ধীর-গম্ভীর স্বরে ভ্রাতাকে “দাদা, উঠা। মদনাবাবুর ঘরে গিয়া তাহার বিছানায় তুমি শয়ন কর। বারেণ্ডার ওদিক হইতে তুমি শিকল দিয়া দাও, এদিক হইতে সেই দ্বারে আমি খিল দিতেছি!” পাল মহাশয়ের কন্যা তাহার পর মাদুরের উপর হইতে সেই ৱাক্ষসের মুখস ও পরচুল তুলিয়া লইল । স্বহস্তে সেই মুখস ও সেই পরচুলের দাড়ি-গোপ সে আমার মুখে পরাইয়া দিল। সকলে তাহার অভিসন্ধি তখন বুঝিতে পারিল। পাল মহাশয় বলিলেন, “রাধারাণী মা ! ধন্য তুমি। ধন্য তোমার বুদ্ধি! তোমার বুদ্ধিবলে ও ভগবানের কৃপায় মিহির বােধ হয়, এবার নিকৃতি পাইবে। মিহির! উঠ বাবা! শীঘ্ৰ মদনাবাবুর ঘরে তুমি গমন কর!” পাল মহাশয়ের কন্যার নাম রাধারাণী । 86ሱr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%িস”*******