পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ ভাগ প্ৰথম পরিচ্ছেদ ডাকিনীর নাচ মদন ঘোষের গল্পটি শেষ হইবার পূৰ্ব্বে মুণ্ডটির দিকে আমি চাহিয়াছিলাম। গল্প যত শেষ হইতে লাগিল, মুণ্ডটির নাসিকা ও চক্ষু ততই বিলীন হইতে লাগিল, আর ইহার বর্ণ ততই লোহিত হইতে লাগিল। অবশেষে গল্পটি যেই সমাপ্ত হইল, আর মুণ্ডটি তৎক্ষণাৎ রক্তমুক্তায় পরিণত হইল । এরূপ যে হইবে, পূৰ্ব্ব হইতেই তাহা আমি বুঝিতে পারিয়াছিলাম। সুতরাং শেষ মুণ্ডটিও যখন মুক্ত হইয়া গেল, তখন আমি বিস্মিত হইলাম মনে দুঃখও করিলাম না। আমি ভাবিলাম যে, মা জগদম্বা যখন আমার প্রতি কৃপা না, তখন নিশ্চয় আমার আয়ু শেষ হইয়াছে। ডাকিনীকে আমি কিছুতেই বিবাহ কুরিষ্ঠত পারিব না, আজ এই স্থানেই স্বহস্তে আমি আমার প্রাণ বিসৰ্জ্জন করিব । 3) এইরূপ মনে করিয়া আমি উঠিয়া ট্র । তাহার পর যোড়হন্তে মাকে বলিলাম,- “মা! এ দীন হীন সন্তানকে তুমি না। তোমার মুণ্ডমালার মুণ্ডগণ ফাঁকি দিয়া আমার গল্প শুনিল। তাহারা আমার কোন উপকার করিল না। তোমার এ কলঙ্ক, মা, জগতে চিরকাল থাকিবে। তোমার শাণিত খড়গদ্বারা এই মুহূৰ্ত্তে আমি আমার মুণ্ড কাটিয়া তোমার পায়ে সমর্পণ করিব। তাহাতে যদি মা, তোমার সন্তোষ হয়, তো তাহাই হউক!” মায়ের হাত হইতে আমি খড়গটি লইলাম। হাত দিয়া দেখিলাম যে, খড়গ অতি সুতীক্ষ্ণ ছিল। কিন্তু এক কোপে নিজের মুণ্ড দেহ হইতে কিরূপে বিচ্ছিন্ন করিতে পারা যায়, তাহা আমি ভাবিয়া স্থির করিতে পারিলাম না। পূৰ্ব্বে কেহ কেহ এরূপ করিয়াছিল, পুস্তকে তাহা আমি পাঠ করিয়াছিলাম। কিন্তু কিরূপে তাহা করিয়াছিল? আমি দেখিলাম যে, নিজে নিজের মুণ্ড এক কোপে কাটিয়া ফেলিতে পারা যায় না। দুই হাতে খড়গ ধারণ করিয়া যত বলেই কোপ মারি না কেন, মুণ্ডটি সম্পূর্ণরূপে দেহ হইতে বিচ্ছিন্ন হইবে না। অবশেষে স্থির করিলাম যে, শয়ন করিয়া, দক্ষিণ হন্তে খড়গ ধরিয়া, বামদিক হইতে নিজের গলদেশ কাটিতে আরম্ভ করি। যতক্ষণ হস্তে শক্তি থাকিবে, ততক্ষণ কাটিয়া যাইব, তাহার পর যাহা হয় তাহা হইবে। এইরূপ স্থির করিয়া আমি শয়ন করিলাম ও তাহার পর আমার গলদেশ কাটিতে আরম্ভ করিলাম। কিন্তু এক রতিও কাটিতে পারিলাম না। একবার বামদিকে, একবার সম্মুখ দিকে, একবার দক্ষিণ দিকে, সকল দিকে খড়গ 8Գ3 200 strört୧ ୩୪rti>{ଧ୍ଫ୍ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro