পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাখিয়া কাটিতে চেষ্টা করিলাম। খড়গ অতি তীক্ষ ছিল, কিন্তু একটু দাগ পৰ্যন্তও আমার গলায় পড়িল না। সবলে কোপ মারিয়া দেখিলাম, তাহাতেও কিছু হইল না। বাহিরে ডাকিনীগণ খিল-খিল হাসিয়া উঠিল; ভূমিকম্প বৃদ্ধের সহিত ডাকিনীগণ মন্দিরের ভিতর প্রবেশ করিল। ভূমিকম্প মহাশয় আমাকে বলিলেন,- “বিধাতার ভবিতব্য কেহ লজান করিতে পারে না। প্ৰজাপতির নিৰ্ব্বন্ধ এই যে, নারিকেলমুখী তোমার পত্নী আর তুমি তাহার পতি। মা জগদম্বারও এইরূপ ইচ্ছা, বেতালগণেরও এই ইচ্ছা। অতএব আর বিলম্বে প্রয়োজন নাই। লাউমুখী। শাকমুখী! শামুকমুখী! সকলে তোমরা বিবাহের আয়োজন কর। আমার হাতে শঙ্খ দাও, আমি নিজে শঙ্খ বাজাইব ।” মন্দিরটি ডাকিনীদিগের দ্বারা পরিপূর্ণ হইল। কেহ ফুলের মালা, কেহ বরণডালা, কেহ শঙ্খ লইয়া মায়ের সম্মুখে সকলে দাঁড়াইল। স্তম্ভিত হইয়া আমিও সেই ভিড়ের ভিতর দাঁড়াইয়া রহিলাম। শঙ্খ হাতে লইয়া ভূমিকম্প বলিলেন,- “এ বিবাহের আমি কন্যাকৰ্ত্তা এবং নিজে পুরোহিত হইব! কিন্তু কন্যা-সম্প্রদানের পূৰ্ব্বে মায়ের সম্মুখে এস, সকলে একবার প্রাণ ভরিয়া নৃত্য করি।” এই বলিয়া শঙ্খ বাজাইতে বাজাইতে ভূমিকম্প মহাশয় নৃত্য আরম্ভ করিলেন। তাহার শঙ্খের শব্দে আকাশ ফাটিয়া যাইতে লাগিল। তাঁহার নৃত্যের বলে মেদিনী কম্পিত হইতে লাগিল। সেই সঙ্গে অন্য ডাকিনীগণ কেহ উলু দিতে দ্বিতে, কেহ বাদ্য বাজাইতে বাজাইতে নৃত্য করিতে লাগিল। ঢাক ঢোল তুরী ভেরী গড়া প্রভৃতি নানাবিধ বাদ্যযন্ত্রের শব্দে জগৎ পরিপূর্ণ হইল। নৃত্য প্রথম ধীরে ধীরে আরম্ভ হইল। কিন্তুণ্ঠ লাগিল । বাষ্পপীয় যন্ত্রের চক্রের ন্যায়। ནུ་ཕྱོགི་ লাগিল। ডাকিনীদিগের উলুধ্বনিৰ্ভুেমিকম্প মহাশয়ের শঙ্খনিনাদে, নানারূপ বাদ্যযন্ত্রের ভীষণ কোলাহলে, আমার কর্ণে তালি লাগিয়া গেল। তাহার পর তাঁহাদের দারুণ ঘূর্ণায়মান নৃত্যে আমার মস্তক ঘুরিতে লাগিল। আমি স্থির হইয়া দাঁড়াইয়াছিলাম সত্য, কিন্তু তাঁহাদের চক্ৰবৎ ঘূর্ণিত দেহ দর্শনে আমার মস্তক যেন প্রবল বেগে ঘূর্ণিত হইতে লাগিল । মস্তক ঘুরিয়া আমি ভূমিতে পতিত হই। আর কি, এমন সময় কোথা হইতে দুইটি হস্ত আসিয়া আমাকে ধরিয়া ফেলিল। সেই হস্ত অবলম্বনে কিঞ্চিৎ সুস্থ হইয়া, কাহার হস্ত দেখিবার নিমিত্ত আমি চাহিয়া দেখিলাম। যাহা দেখিলাম, তাহাতে ঘোরতর বিস্মিত হইলাম। দেখিলাম যে, মায়ের বাম হস্তস্থিত সেই নরমুণ্ড ও মুণ্ডমালার সমুদয় মুণ্ড মুক্তা রূপ পরিত্যাগ করিয়া পুনরায় নরমুণ্ডের আকার ধারণ করিয়াছে; আর প্রতি মুণ্ডের গলদেশ হইতে দুইটি করিয়া হাত বাহির হইয়াছে। একটি মুণ্ডের দুইটি হস্ত আমাকে ধরিয়া আছে, ও অন্য মুগুদিগের হস্তগুলি ডাকিনীদিগকে ধরিয়া আছে। আমাকে যে হস্তদ্বয় ধরিয়াছিল, তাহারা আমাকে স্থিরভাবে রাখিয়াছিল, কিন্তু অন্য মুগুদিগের হস্তগুলি ডাকিনীদিগকে প্রবলবেগে ঘূর্ণিত করিতেছিল। পুতুল-বাজির পুতুলগণ যেরূপ মনুষ্য কর্তৃক পরিচালিত হয়, মুণ্ডমালার হস্ত দ্বারা ডাকিনীগণও সেইরূপ পরিচালিত হইতেছিল। বোঁ বীে, ভোঁ ভোঁ, তা থেই থেই, তা থেই থেই, হস্ত কর্তৃক পরিচালিত হইয়া ডাকিনীগণ কখন ঘুরিতেছিল, কখন নাচিতেছিল। ভূমিকম্পের নৃত্য ক্রমে অতি ভয়ঙ্কর হইয়া উঠিল। হস্ত কর্তৃক পরিচালিত হইয়া তিনি শঙ্খ বাজাইতে বাজাইতে

  • 7-ՀՈsii sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8ዓርሱ