পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীলোকটি কোন উত্তর করিলেন না। আমি আরও নিরীক্ষণ করিয়া দেখিলাম। স্ত্রীলোকটি মানুষের মত, ডাকিনীর মত নহে। তাহা দেখিয়া মন আমার অনেকটা আশ্বস্ত হইল। সে স্ত্রীলোক যেন আমার পরিচিতা, যেন কোথায় তাহাকে আমি দেখিয়াছি, এইরূপ আমার মনে হইতে লাগিল। কিন্তু তিনি কে, তাহা আমি স্মরণ করিতে পারিলাম না। স্ত্রীলোকটিকে স্মরণ করিবার নিমিত্ত মনে মনে চেষ্টা করিতেছি, এমন সময় সেই ঘরে আর একজন বৃদ্ধ স্ত্রীলোক প্রবেশ করিলেন। আমার বিছানায় যিনি বসিয়াছিলেন, তাঁহাকে বৃদ্ধা জিজ্ঞাসা করিলেন, — “শৈলী জামাতা এখন কেমন আছেন?” এই প্রশ্ন শুনিবা মাত্র আমার সকল কথা স্মরণ হইল। শৈল আমার স্ত্রীর নাম। যে স্ত্রীলোকটি বিছানায় আমার পদতলে বসিয়াছিলেন, তিনি আমার স্ত্রী। বৃদ্ধ আমার শাশুড়ী ঠাকুরাণী! আমার স্ত্রী উত্তর করিলেন, — “ডাক্তার বলিয়াছিলেন যে, নিদ্রা অবসানে হয়তো জ্ঞান হইবে। কিন্তু কৈ? জ্ঞান তো হয় নাই। এই মাত্র নিদ্রা হইতে জাগরিত হইয়া বে-ছুটি কথা दक्लिनिक्स ।” শাশুড়ী ঠাকুরাণী তাহার পর আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, — “সুবল বাবা! এখন তুমি কেমন আছ?” আমি জিজ্ঞাসা করিলাম,- “আমি এ কোথায় আসিয়া পড়িয়াছি?” শাশুড়ী ঠাকুরাণী উত্তর করিলেন, — “বালাই! কোথায় পড়িবে কেন? বাড়ীতে আছ । আমার বাড়ীতে আছ। তোমার শ্বশুরবাড়ীতে আছে।” আমি জিজ্ঞাসা করিলাম,- “সে ডাকিনী সব গেল? তাহারা তো এখানে আসে। नॉ३ !” 9. শাশুড়ী উত্তর করিলেন,- "ছি বাবা!ওঁ সৰ্ব কথা ছাড়িয়া দাও। ঔষধ দিয়া দুষ্টগণ তোমাকে অজ্ঞান করিয়াছিল। ডাকিনী কোথা হইতে আসিবে বাবা? এ দেখ, শৈল বসিয়া কাঁদিতেছে। ও সব বেছুটি छेशा प्र७।" আমি জিজ্ঞাসা করিলাম,- “ আমি এ স্থানে আছি?” শাশুড়ী ঠাকুরাণী উত্তর করিলেন,— “তোমার প্রতিবাসী বটিকৃষ্ণকে তুমি পত্র লিখিতে বলিয়াছিলে। তাহার চিঠি পাইবামাত্র যজ্ঞেশ্বরকে সঙ্গে লইয়া আমি ও শৈল তোমার বাড়ীতে গমন করিলাম। গিয়া দেখিলাম যে, তোমার ভাই হতভাগা তোমার পায়ে বেড়ি দিয়া রাখিয়াছে। তোমার তখন জ্ঞান-গোচর কিছুই ছিল না। কিন্তু বামী গোয়ালিনীর মুখে ভিতরের কথা আমরা সব শুনিলাম। সত্য সত্য তুমি পাগল হও নাই। ওকুরের বন্ধু সেই পোড়ারমুখো ডাক্তাৱ কি তোমাকে খাইতে দিয়াছিল। সে ঔষধ খাইয়া তোমার ওরূপ হইয়াছিল। তোমার ভাই কিছুতেই ছাড়িয়া দিবে না। আমরা নালিশ করিবার ভয় দেখাইলাম। তবে সে তোমাকে ছাড়িয়া দিল। সে স্থানে থাকিলে নিশ্চয় তোমাকে মারিয়া ফেলিত। মার পেটের ভাই যে এমন নিষ্ঠুর হয়, তা কখন শুনি নাই। কিন্তু সে যাহা হউক, এখন তুমি কেমন আছ, বাবা? আমাদের চিনতে পাের? আজ তিন মাস তোমাকে আমরা এ স্থানে আনিয়াছি। তাহার উপর আবার জুরবিকার। বঁচিবার আশা আর ছিল না। একচল্লিশ দিন যে কি করিয়া কাটিয়াছে, ভগবান তাহা জানেন। তিন মাস তুমি আমাদিগকে চিনিতে পার নাই। নারিকেল-মুখী, শাক-মুখী কত কি আমাদিগকে বলিতেছিলো।” আমি জিজ্ঞাসা করিলাম,- “তবে কি সত্য সত্য আমি ডাকিনীর হাতে পড়ি নাই?” AA 8 וaHקוב_ уФj. sNAls viði (SS BS! ro www.amarboi.com ro