পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় থাকিয়া আমি অক্রুরের ভালরূপে চিকিৎসা করাইতে লাগিলাম। যখন সে একটু সুস্থ ও সবল হইল, তখন তাহাকে দুইটি কাঠের পা কিনিয়া দিলাম। তাহার পর তাহাকে আমার শ্বশুরালয়ে লইয়া আসিলাম। সম্পূর্ণরূপে সে আরোগ্যলাভ করিলে, তাহাকে সঙ্গে লইয়া আমি আমার স্বগ্রামে গমন করিলাম। সে স্থানে কিছুদিন থাকিয়া একটি বয়স্থা কন্যা স্থির করিয়া তাহার বিবাহকাৰ্য্য সমাধা করিলাম। পরিবার প্রতিপালনের নিমিত্ত, পৈতৃক সম্পত্তির আমার অংশের উপস্বত্ব তাহাকে আমি দিয়াছি। পাছে বিক্রয় করিয়া ফেলে, সেজন্য সম্পত্তি একেবারে তাহাকে আমি লিখিয়া দিই নাই। সে এখন গ্রামে দলের দলপতি হইয়াছে। কে কি খায়, কে কি করে, সৰ্ব্বদা সে সেই সন্ধানে থাকে। লোককে একঘরে করিতে পারিলে, অথবা কাহারও কোনরূপ মন্দ করিতে পারিলে, সে পরম সন্তোষলাভ করে। কিন্তু তাহার সংসারে সুখ নাই। তাহার অনেকগুলি পুত্রকন্যা হইয়াছিল, কিন্তু একটিও বঁচিয়া নাই। তাহার পর, স্ত্রীর সহিত তাহার। সৰ্ব্বদাই কলহ হয়। কলহ হইলে তাহার স্ত্রী সেই কাষ্ঠনিৰ্ম্মিত পা দুইখানি লুকাইয়া রাখে, তখন চলিতে না পারিয়া অঙ্কুর নিতান্ত বিপন্ন হয়। দুই হাতের সহায়তায় স্ত্রীর নিকট গমন করিয়া তাহার হাতে-পায়ে পড়িতে থাকে। অনেক সাধ্য-সাধনার পর তাহার স্ত্রী কাঠের পা দুইটি বাহির করিয়া দেয়। স্বগ্রামে থাকিয়া যখন আমি কনিষ্ঠের বিবাহের আয়োজন করিতেছিলাম, তখন গুরুদেব এক মকদ্দমায় পড়িয়াছিলেন। সৌভাগ্যক্রমে সে সময় হাতে টাকা ছিল। সেবার আমি তাঁহাকে রক্ষা করিতে সমর্থ হইয়াছিলাম। এক্ষণ ভুঞ্জ’স্বৰ্গলাভ হইয়াছে। কোথায় কিরূপে তাহার স্বৰ্গলাভ হইল, সে কথা আর শুনিয়া কাজ নাই”। যে ডাক্তার আমাকে বলপূৰ্ব্বক ঔষধ দিয়াপ্লািগল করিয়াছিল, ভ্রমক্রমে তাহার একমাত্র পুত্ৰ ডাক্তারখানা হইতে কি ঔষধ খাইয়া মরিয়াংগীয়াছে। সেই শোকে তাহার স্ত্রী বায়ুগ্ৰস্ত হইয়াছে। রাত্ৰি-দিন তাহার চীৎকারে ও নানার ডাক্তার বড়ই বিপন্ন হইয়াছে। আমি এক্ষণে আমার শ্বশুরালয়ে স্বাস করিতেছি। শ্বশুরের যে সম্পত্তি পাইয়াছি, তাহাতে সুখে-স্বচ্ছন্দে আমার সংসার চলিয়া যায়। ভালরূপ লেখাপড়া জানি না, শাস্ত্ৰ জানি না, জানি কেবল এই যে, সত্য ও পরোপকার- ইহাই ধৰ্ম্ম, ইহাই কৰ্ম্ম। তৃতীয় পরিচ্ছেদ নােটে গাছটি মুডুলো মহাদেববাবুকে সম্বোধন করিয়া ঘনশ্যাম বলিলেন,— “আডিডাধারী মহাশয়! সুবল গড়গড়ি মহাশয়ের কাহিনী আপনারা শ্ৰবণ করিলেন। আজ সেই গল্প শেষ হইল। এক্ষণে আপনারা ইহার ভাল-মন্দ বিচার করুন।” সকলেই একবাক্যে স্বীকার করিলেন যে, বেতাল পচিশ, বত্রিশ সিংহাসন ও আরব্য উপন্যাসের পর এরূপ অদ্ভুত ঘটনা পৃথিবীতে আর কখন ঘটে নাই। মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8Գֆ