পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইয়া ভূতলে পতিত হইল। দুই হাতে ছিন্ন মুণ্ডের কেশ ধরিয়া রাইকো তাহাকে বক্ষঃস্থল হইতে দূরে রাখিতে চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাঁহার সকল চেষ্টা বৃথা হইল! মুহূৰ্ত্তকাল আর বিলম্ব হইলে, মুণ্ডের দন্ত রাইকোর বক্ষঃস্থল বিদীর্ণ করিয়া তাঁহার প্রাণ বিনষ্ট করিত। এমন সময় প্রদেশ-দেবতা পুনৰ্ব্বার আবির্ভূত হইয়া উচ্চৈঃস্বরে বলিলেন,- “সুনা! সুনা! দেখ কি! রাইকোর প্রাণরক্ষা কর।” চকিতের মধ্যে সুন্না রাইকোর দিকে দৃষ্টিপাত করিলেন। চকিতের মধ্যে রাইকোর বিপদ তাহার হৃদয়ঙ্গম হইল। চকিতের মধ্যে সবলে খড়গ প্ৰহারে ছিন্ন মুণ্ডকে তিনি দ্বিখণ্ডিত করিয়া ফেলিলেন; তাহার পর বারবার খড়গ প্ৰহারে তিনি মুণ্ডকে তিল তিল করিয়া কাটিয়া ফেলিলেন। তখন মুণ্ডের আর কোন শক্তি রহিল না। রাইকোর প্রাণ বাঁচিয়া গেল। এদিকে রাইকো ও সুনা যখন ছিন্ন মস্তকের সহিত যুদ্ধ করিতেছিলেন, সেই সময়ে ওদিকে রাক্ষসের হস্ত-পদ সহসা মত্ত হস্তিবলে রজ্জ্ব হইতে মুক্ত হইবার নিমিত্ত চেষ্টা করিল; কিন্তু সে দেবদত্ত মায়া-রাজ্জ্ব। রাক্ষসের হস্ত-পদ সে রাজুকে ছিন্ন করিতে পারিল না। খাটসহ রাজু বারবার ছাদের নিকট উঠিয়া পুনরায় নিম্নে পতিত হইয়া সকলকে বধ করিতে চেষ্টা করিতে লাগিল; কিন্তু রাক্ষসের সে চেষ্টা বৃথা হইল। তাহার শরীর হইতে মস্তক ছিন্ন হইয়া গিয়াছিল। মস্তকবিহীন রাক্ষস শরীরে দৃষ্টিশক্তি ছিল না। খাট যেই নিম্নে পতিত হয়, আর রাইকো ও তাহার সঙ্গিগণ কিঞ্চিৎ দূরে গিয়া দণ্ডায়মান হন। সেজন্য একবারও ঠিক তাঁহাদের মস্তকের উপর খাট পতিত হইল না। খাট যেই নিম্নে উপস্থিত হয়, আর রাইকোর দুইজন সঙ্গী খড়গ দ্বারা রাক্ষস-শরীরের উপর কোপ মারিতে থাকেন। মুষ্টির্ক তিল তিল করিয়া, রাইকো ও সুনা এই কাৰ্য্যে যোগ প্ৰদান করিলেন। চারিজনের য় প্ৰহারে রাক্ষসের শরীর খণ্ড খণ্ড হইয়া গেল। তখন আর তাহার কোন শক্তি রহিল মূর্ণি/রাক্ষসরাজ দুরাত্মা শিউতেন-দোজি এইরূপে མཁས་བཙལ་ན་བཞི་པ་ལ་ཞ་ཡིག་ལག་ཏུ་ཚོ་ জয়লাভ শয়নাগারের ভীষণ কোলাহলে অন্যান্য রাক্ষসও ক্রমে জাগরিত হইল। অন্ত্রশাস্ত্রে সুসজ্জিত হইয়া প্রবলবেগে তাহারা সেইস্থানে উপস্থিত হইল। রাইকোর ও তাঁহার সঙ্গিগণের সহিত তাহাদের তুমুল সংগ্রাম বাধিয়া গেল। তাগ্যে শয়নাগারের ন্যায় সঙ্কীর্ণ স্থানে এই যুদ্ধ হইল। সেজন্য দ্বারে দাঁড়াইয়া সেই অল্পসংখ্যক মনুষ্য বহুসংখ্যক রাক্ষসের সহিত যুদ্ধ করিতে সমর্থ হইলেন। রাক্ষসগণ চারিদিক হইতে তাহাদিগকে ঘিরিয়া ফেলিতে পারিল না। তাহা ব্যতীত দেবদত্ত ঔষধ মিশ্ৰিত সুরা সেবনে রাক্ষসগণ নিস্তেজ ও হীনবল হইয়া পড়িয়াছিল ও সুরার উন্মত্ততায় তাহাদের বুদ্ধি লোপ পাইয়াছিল। যাহা হউক, তথাপি রাইকো ও তাঁহার বন্ধুগণকে সমস্ত রাত্রি সেই রাক্ষসদিগের সহিত যুদ্ধ করিতে হইয়াছিল। ঠিক প্ৰভাতের সময় শেষ চারিজন রাক্ষস রাইকো ও তাঁহার বন্ধুগণের নিদারুণ খড়গ প্ৰহারে হত হইয়া ভূমিতে পতিত হইল। যে যুবতীগণ রাক্ষসরাজের পরিচর্য্যায় নিযুক্ত ছিল, এই ভয়ানক যুদ্ধের সময় তাহাদের কেহ ଅysis କ୍ଷୁg (S sNAls viði (SS BS! ro www.amarboi.com ro