পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইতে মুহূৰ্ত্তের নিমিত্ত শিশিটি সে চক্ষুর আড় করিতে দিত না। আর দিনের মধ্যে অনেকবার তাহাকে খাটের উপর তুলিয়া অতি স্নেহের সহিত নাড়িয়া-চাড়িয়া দেখিত। কিছুদিন পরে, সে আরোগ্য লাভ করিল। হাসপাতাল হইতে যাইবার পূৰ্ব্বে আমি তামাসাচ্ছলে তাহাকে জিজ্ঞাসা করিলাম,- “ডাক্তারকে বিদায় করিবে না?” চীনে উত্তর করিল,— “আমি দুঃখী লোক। আমি আপনাকে কি দিতে পারি?” আমি বলিলাম,- “তোমার হাতটি আমাকে প্ৰদান কর।” তাহার মুখ বিষন্ন হইল। সে বলিল,— ‘মহাশয়! আমাকে ক্ষমা করুন। হাতটি আমি আপনাকে দিতে পারিব না। আমার যখন মৃত্যু হইবে, তখন দেহের সহিত এই হাতটিরও কবর দিতে হইবে। তা না করিলে পরলোকে আমাকে ঠুটো হইয়া বেড়াইতে হইবে। আমরা চীনের লোক, সেইজন্য হস্তপদ অথবা মুণ্ডচ্ছেদনকে বড় ভয় করি। আমাদের বড় লোকদের প্রাণদণ্ড হইলে, সেইজন্য তাঁহারা হারিকুরি অর্থাৎ স্বহস্তে পেট ফাঁড়িয়া প্ৰাণত্যাগ করেন। মুণ্ডচ্ছেদ করিতে তাহারা দেন না। আমি এই হাতটিকে নুণ দিয়া রাখিব। তাহা করিলে পচিয়া যাইবে না। আমার মৃত্যু হইলে আমার আত্মীয়স্বজন ইহাকেও দেহের সহিত গোর দিবেন।” পুনরায় তামাসাচ্ছলে আমি বলিলাম,- “লবণ অপেক্ষা আরকে ইহা ভালরূপ থাকিবে। তাহার পর তোমার নিকট অপেক্ষা আমার নিকট হাতটি আরও ভাল অবস্থায় থাকিবে। কারণ, এরূপ বস্তু ভালরূপে রাখিবার নিমিত্ত আমার নিকট আছে। আর কিরূপে রাখিতে হয়, তাহাও আমি জানি । তোমার নিকট থাকিলে পচিয়া যাইবে। পচা হাত লইয়া শেষে কি পরলোকে যাইবে?” SNర్ আমার কথাগুলি লোকটির মনে লাগ্লিড্‌ষ্ট উৎফুল্পনয়নে আমার দিকে চাহিয়া সে বলিল,— ‘আমার মৃত্যুর পর আমার অস্ট্রিীয়স্বজনেরা আসিয়া হাতটি প্রার্থনা করিলে যদি ইহা ফিরিয়া দিতে আপনি ক্লারেন, তাহা হইলে আপনার নিকট রাখিয়া যাইতে পারি।” আমার কুবুদ্ধি! আমি সেইরূপ প্ৰতিজ্ঞা করিলাম। একবার নহে, লোকটি বারবার আমাকে তিন সত্য করাইল। তাহার পর শিশিটি আমার হাতে দিয়া সে প্ৰস্থান করিল। অন্যান্য শিশির সঙ্গে আমি সে শিশিটিও রাখিয়া দিলাম। আমি যে বাড়ীতে বাস করিতাম, তাহা কাষ্ঠনিৰ্ম্মিত ছিল। কিছুদিন পরে আমার বাড়ীতে আগুন লাগিল। অন্যান্য দ্রব্যের মধ্যে, অনেকগুলি শিশিও আমার নষ্ট হইয়া গেল। তাহার মধ্যে চীনেম্যানের হত্যসম্বলিত শিশিটিও ধ্বংস হইয়া গেল। যাহা হউক, চীনের কথা আমি একেবারে ভুলিয়া গিয়াছিলাম! তাহার হাতের কথা, অথবা আমার প্রতিজ্ঞার কথা,- একবারও আমার মনে উদয় হয় নাই । Gebrbr দুনিয়ার পাঠক এক হও! ৩ www.amarboi.comন্মিলাক্যনাথ রচনাসংগ্ৰহ