পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাধরী পুনরায় ধড়মড় করিয়া উঠিয়া বসিল,—আর বলিল,— “হাঁ রে আটকুড়ির বেটা! কি গাছের শিকড় দিয়াছিস? চুপ করিব? এখনি আমি থানায় যাইব । তোর হাতে হাতকড়ি দিয়া তোকে ফাঁসিকাটে বুলাইব । ও পিতেম! ওরে শীঘ্ৰ পাহারাওলাকে ডাকা এই আটকুড়ির বেটা আমাকে বিষ দিয়াছে। আমার টাকা পাইবে, সেজন্য বেটা আমাকে খুন করিয়াছে। ওঃ পেট আমার জুলিয়া গেল! হায় হায়! আমার কি হইল!” পুরুষোত্তম বলিল,— “চুপ চুপ! যদি তুমি একান্তই মরিতে না ইচ্ছা কর, তাহা হইলে বিষের কাটান করিতে আমি জানি। সে ঔষধ ডাক্তারবৈদ্য কেহই জানে না। পুলিশের লোকে যদি আমাকে ধরিয়া লইয়া যায়, তাহা হইলে সে ঔষধ তোমাকে কে দিবে? তাহা হইলে বেখোরে তুমি মারা যাইবে।” বিদ্যাধরী বলিল,-“ওরে আটকুড়ির বেটা! তবে সে ঔষধ শীঘ্ৰ আনিয়া দে।” পুরুষোত্তম বলিল,- “সে ঔষধ আনিতে পাঁচ টাকা খরচ হইবে। আমার কাছে এখন একটি পয়সাও নাই! টাকা কোথায় পাইব যে, সে ঔষধ আনিব? আজ একশিশি খাইলে আপাততঃ তোমার প্রাণটা বঁচিবে। কিন্তু তাহার পর আরও পাঁচ-ছয় শিশি খাইলে বিষটা নিৰ্দোষ হইয়া তোমার শরীর হইতে যাইবে। আমি গরীব মানুষ! ত্রিশ-পঁয়ত্ৰিশ টাকা আমি কোথায় পাইব! আগে যদি বলিতে যে, আমার মরিতে ইচ্ছা নাই, তাহা হইলে মাছের ঝোলের সহিত আমি বিষ দিতাম না।” বিদ্যাধরী বলিল,—“ওরে আঁটকুড়ির বেটা! আমি স্রোকে টাকা দিতেছি। তুই আমার প্রাণ বুঢ়া! তুই আমার বাবা! তুই আমার প্রাণরক্ষা কৃষ্টেমী, আমার পেট জুলিয়া খাক হইয়া গেল।” ○ পেটে হাত দিয়া কাদিতে কাদিতে স্ত্রী ছোট এক অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করিল। সেই ঘর হইতে পাঁচটি টাকা পুরুষোত্তমের হাতে দিয়া বলিল,-“যা বাবা, যা শীঘ্ৰ যা। যা করিয়াছিস্ তা করি খন আমার প্রাণ বাচা!” পুরুষোত্তম বলিল,- “কোন ভয় নাই! ঔষধ খাইলেই তুমি ভাল হইয়া যাইবে। কাহাকেও কোন কথা বলিও না। আমি শীঘ্ৰ ফিরিয়া আসিতেছি। যতক্ষণ না ফিরিয়া আসি, ততক্ষণ খিড়কীর দিকে কলের নীচে বসিয়া মাথায় ও পেটে একটু একটু জল দিতে থাকো।” bठूर्थ एवश्वाग्न গজকচ্ছপের যুদ্ধ এই কথা বলিয়া পুরুষোত্তম বাটী হইতে বাহির হইল। বলা বাহুল্য যে, বিদ্যাধরীকে প্ৰকৃত সে বিষ দেয় নাই। আপনার টাকা আদায় করিবার নিমিত্ত সে এইরূপ ফন্দি করিয়াছিল । বাটী হইতে বাহির হইয়া সে চারি পয়সা দিয়া একটা শিশি কিনিল। রাস্তার কাল হইতে শিশিটি জলে পরিপূর্ণ করিল। তাহারপর এক পয়সার সোডা কিনিয়া সেই জলের সহিত ay's list ୩ୟ୍ଯ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Gob