পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নপূর্ণ কোন উত্তর করিল না। বারবার তাহার ভগিনী জিজ্ঞাসা করিতে লাগিলেন। অবশেষে সে বলিল,- “আমি স্বপ্ন দেখিয়াছি।” “কি স্বপ্ন দেখিয়াছিস?”-ভগিনী জিজ্ঞাসা করিলেন। অন্নপূর্ণ কোন উত্তর করিল না। অবশষে প্ৰদীপ নিবাইয়া সকলে শয়ন করিলেন। পুনরায় কিছুক্ষণ পরে বিনয়ের মাতার নিদ্রাভঙ্গ হইল। পুনরায় তিনি দেখিলেন যে, অন্নপূর্ণ বসিয়া কাঁদিতেছে! বারবার জিজ্ঞাসা করাতে সে বলিল যে,- “আমি আবার স্বপ্ন দেখিয়াছি,” কিন্তু কি স্বপ্ন দেখিয়াছিল, সেকথা সে বলিল না। পুনরায় সকলে শয়ন করিলেন। কিছুক্ষণ পরে অন্নপূর্ণ উঠিয়া কাঁদিতে লাগিল। রাত্রিতে তিনবার ঐরাপে অন্নপূর্ণ স্বপ্ন দেখিল ও উঠিয়া কাঁদিল। কিন্তু কি স্বপ্ন সে দেখিল, ভগিনীকে তাহা বলিল না । পরদিন প্ৰাতঃকালে বিনয়ের মাতা রাত্রির বিবরণ সকলকে প্ৰদান করিলেন। বেলা প্ৰায় নয়টার সময় হড়-বীে ও অন্নপূর্ণ একঘরে বসিয়াছিল। অন্নপূর্ণার বয়স প্রায় চৌদ্দ বৎসর। হড়-বীে অর্থাৎ বৃন্দাবনের স্ত্রী তাহা অপেক্ষা দুই-তিন বৎসরের বড়। সমবয়স্কা বলিলেও বলা যাইতে পারে। হাড়-বীে জিজ্ঞাসা করিলেন,- “ভাই, আহা, কাল রাত্ৰিতে তুই কি স্বপ্ন দেখিয়াছিলি, তাহা আমাকে বলবিনি ভাই?” অন্নপূর্ণ কিছুতেই প্রথমে সম্মত হইল না। অবশেষে হাড়-বীে যখন বলিলেন,- “স্বপ্ন কাহারও সাক্ষাতে না বলিলে কি হয়, তা জানিসৃ? কুস্বপ্ন দেখিয়া লোকের সাক্ষাতে না বলিলে কুস্বপ্ন সত্য হইয়া যায়।” অন্নপূর্ণর ভয় হইল। সে বলল,—“তােমাকে গ্ৰী বলিতে পারি। কিন্তু তুমি কাহারও সাক্ষাতে বলিবে না বল!” (es হড়-বীে সেইরূপ অঙ্গীকার করিল। লাগিল । “আমি স্বপ্ন দেখিয়াছিলাম যে, আর্দিষ্টৰ্যৈন মামার বাড়ী থাকি। আমার সত্যকার মামার বাড়ী নহে, স্বপ্নের মামার বাড়ী। মামা আঁমার বিবাহের সম্বন্ধ করিলেন। সত্যকার মামা নহেন, স্বপ্নের মামা। আমার কােকা আসিয়া কিন্তু কোথা হইতে স্বপ্নের মামাকে বলিলেন- ‘অন্নপূর্ণার বিবাহ তুমি অমুক স্থানে দিতে পরিবে না। তাহা করিলে আমাদের জাতি-কুল সব নষ্ট হইবে। আমি আর একস্থানে সম্বন্ধ করিয়াছি। সেইস্থানে আমি তাহার বিবাহ দিব।” এই কথা লইয়া মামা-কাকার ঝগড়া হইল। কাজি কাহাকে বলে, তা জানি না। বোধ হয়, সাহেব। কাকা গিয়া কাজির কাছে নালিশ করিলেন। কাজি বিচার করিয়া বলিলেন যে, এ বরের সহিতও বিবাহ হইবে না ও বরের সহিতও বিবাহ হইবে না । কন্যাকে আমি নিজে নিকে করিব -সাহেব আমাকে নিকা করিবে, এই কথা শুনিয়া আমার বড় ভয় হইল; আমার বুক টিপ টিপ করিতে লাগিল, আমার ঘুম ভাঙ্গিয়া গেল; ঘুম ভাঙ্গিয়াও অনেকক্ষণ সব কথা সত্য বলিয়া বোধ হইল। আমি বসিয়া বসিয়া কাদিতে লাগিলাম!” স্বপ্ন-কথা শুনিয়া হড়-বীে হাসিয়া বলিলেন,- “বেশ তো! সাহেবের বিবি হাইবি, তাহার জন্য আবার কান্না কি? শুনিয়াছি, তুই তিনবার উঠিয়া কীদিছিলি। দ্বিতীয়বার কি স্বপ্ন দেখিয়াছিলি?” অন্নপূর্ণ বলিল,— “ আশ্চৰ্য্য কথা, ভাই, আমি পুনরায় সেই স্বপ্নের আরও খানিকটা দেখিলাম। কাজি যখন বলিল যে, কন্যাকে আমি নিজে বিবাহ করিব। তখন মামা ও খুড়ো দুইজনেরই ভয় হইল। খুড়ো যেস্থানে বিবাহের সম্বন্ধ করিয়াছিলেন, দুইজনে পরামর্শ করিয়া SNర్ মজার গল্প sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Wy