পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই ছবিটি আমি হারাই বা কেহ কড়িয়া লয়, সেই ভয়ে আমি সৰ্ব্বদাই শঙ্কিত থাকিতাম। বীে-দিদি। আমি যদি জনিতাম যে, অন্নপূর্ণা তোমার ভগিনী, তাহা হইলে আমাকে দেশে দেশে বেড়াইতে হইত না। তাহার জন্য কত যে আমি কষ্ট পাইয়াছি, সেকথা তোমাদিগকে আর কি সপ্তম অধ্যায়। পূৰ্ব্বকথা রায় মহাশয়, হাড় মহাশয় ও নস্কর মহাশয় অন্য ঘরে গিয়া বসিলেন। রায় মহাশয় বলিলেন, — “বড়ই আশ্চৰ্য ঘটনা। বাবার মুখে আমি আমার এক পূৰ্ব্বপুরুষের বিবরণ শুনিয়াছিলাম। সেই সমুদায় কথা আজ আমার মনে পড়িয়া গেল। এইরূপ অদ্ভুদ ঘটনা কখন দেখি নাই—শুনি নাই; গল্পের পুস্তকেও পাঠ করি নাই! আমার প্রপিতামহের এক ভ্রাতার নাম হৃষীকেশ ছিল। যখন আমি পুত্রের সেই নাম রাখি, তখন সেকথা আমি একেবারেই বিম্বিত হইয়াছিলাম। কেন যে পুত্রের নাম আমি হৃষীকেশ রাখিয়ছিলাম, সেকথা আমি বলিতে পারি না। আর তুমি নঙ্কর, কন্যার নাম কেন অন্নপূর্ণ রাখিয়াছিলে, তাহাও বোম্বুষ্ঠায় বলিতে পার না।” নস্কর মহাশয় স্বীকার করিলেন যে, তিনি তুষ্ট্রর কোন কারণ নির্দেশ করিতে পারেন না। রায় মহাশয় পুনরায় বলিলেন, — “আমার প্রপিত মহের ভ্রাতা যে হৃষীকেশ ছিলেন, তাহার সহিত অন্নপূর্ণা নামে এক কন্যার ; বিবাহ অদ্ভুতভাবে হইয়াছিল; তাহার পর সেই বিবাহের রাত্রিতে বিষম য়াছিল। সে ঘটনার কথা বাবার মুখে আমি এইরূপ শুনিয়াছিলাম। হুগলীতে এক ব্ৰাহ্মণের বাস ছিল। তাহার ঘরে পিতামাতাহীন অবিবাহিতা অন্নপূর্ণ-নায়ী এক ভাগিনেয়ী থাকিত। কন্যা উচ্চকুলোদ্ভবা। মাতুল কন্যাক বিক্রয় করিতে ইচ্ছা করেন। কন্যার খুড়া সেই সমাচার পাইয়া মাতুলের নিকট আসিয়া আপত্তি করেন। আমার প্রপিতামহের ভ্রাতা, হৃষীকেশের সহিত তিনি সেই কন্যার সম্বন্ধ করিয়াছিলেন। খুড়া ও মাতুল দুইজনের এই কন্যা লইয়া ঘোরতর বিবাদ হয়। হুগলী তখন মুসলমানদিগের একটি প্রধান আডিডা ছিল। খুড়া গিয়া কাজির নিকট অভিযোগ উপস্থিত করিলেন। কন্যা অতি রূপবতী ছিল। কাজি কন্যাকে দেখিলেন, উভয় পক্ষের বাদানুবাদও শুনিলেন। অবশেষে তিনি এই মীমাংসা, করিলেন,- “খুড়ার বরের সহিত এ কন্যার বিবাহ হইবে না, মাতুলের বরের সহিতও হইবে না। এ কন্যাকে আমি নিজে বিবাহ করিব।” মাতুল ও খুড়া দুইজনেই বিপদে পড়িলেন; দুইজনেরই জাতি যাইতে বসিল। তখন পরম্পরে বিবাদ ভুলিয়া কিসে। এ দায় হইতে নিস্তৃতি পাইবেন, সেই চিন্তা করিতে লাগিলেন। আমার প্রপিতামহ ক্ষমতাবানু লোক ছিলেন। অবশেষে কন্যা তাহার নিকট পাঠাইবার নিমিত্ত দুইজনে স্থির করিলেন, অন্ধকার রাত্রি, যখন করিতেছিল, যখন টিপি-টিপি বৃষ্টি পড়িতেছিল, সেই সময় তাহারা চুপি-চুপি ডুলি করিয়া কন্যা লইয়া পলায়ন করিলেন ও যথাসময়ে আমাদের বাড়ীতে আসিয়া উপস্থিত হইলেন। সন্ধান মজার গল্প sNAls viði (SS BS! ro www.amarboi.com ro