পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাইতে পারি। কিন্তু তৃতীয় আক্রমণে-আর কিছুতেই রক্ষা পাইব না।” রায়মহাশয় স্ত্রীকে কঠোর সত্যে আবদ্ধ করিলেন, — (প্ৰথম) যে, তাহার বয়ঃক্রম পঞ্চাশ বৎসর পূর্ণ হইলে, উইল করিয়া সমুদয় সম্পত্তি সুবালাকে দিবেন, অন্য কাহাকেও দিবেন না। (দ্বিতীয়) যে, সুবালার বয়ঃক্রম পঞ্চদশ বৎসর পূর্ণ না হইলে তিনি বিবাহ দিবেন না। রায় মহাশয় বলিলেন, — “আমি হিসাব করিয়া দেখিয়াছি যে, যে বৎসর শ্রাবণ মাসে কাৰ্ত্তিক মাসে সুবালার বয়সও পািনর বৎসর সম্পূর্ণ হইবে। সেই বৎসর শ্রাবণ মাসে তুমি উইল করিবে ও কাৰ্ত্তিক মাসের পর যখন ইচ্ছা তখন সুবালার বিবাহ দিবে। এক্ষণে সুবালাকে ভালরূপে লেখাপড়া শিখাইতে হইবে।” সুবালার নিমিত্ত রায়মহাশয় ভাল এক জন গুরুমা নিযুক্ত করিলেন। সুবালা মনোযোগের সহিত লেখাপড়া শিখিতে লাগিল। একাদশ অধ্যায়। জোড়া শাকচুন্নি সুবালার সহিত খেলা করিবার पिता वाष्पित्री पानीडल बाट রাধা নামে গােয়ালিনী দুইটা কন্যা লইয়া বাসুক্টেরিত। তাহাদের নাম ছিল চঞ্চল ও চপলা। চঞ্চলার ভালরূপ জ্ঞান গোচর ছিল না। ઉિી না হউক, অনেকটা বটে। সেজন্য তাহার স্বামী তাহাকো লয় নাই। নাম চঞ্চল হইলেও লোকে তাহাকে পাগলী বলিয়া ডাকিত। তাহার ছােট ভগিনী চপলার বয়স নয়-দশ বীটল্সর হইবে। রায় মহাশয় তাহাকেই সুবালার সঙ্গিনীরূপে নিযুক্ত করিলেন। কিন্তু পাগলী ছোট ভগিনীকে বড়ই ভালবাসিত। কিছুক্ষণ না দেখিলে সে থাকিতে পারিত না। সেজন্য সেও আসিয়া সুবালার সহিত খেলা করিত। একদিন ঝগড়া করিয়া সুবালাকে সে চাপড় মারিয়াছিল। সেই অবধি রায় মহাশয় তাহাকে বাড়ীতে আসিতে দিতেন না। কিন্তু চপলাকে না দেখিয়া সে থাকিতে পারিত না। যখন সুবালা ও চপলা বাগানে খেলা করিতে যাইত, তখন পাগলীও সেই স্থানে চুপি চুপি আসিয়া তাহাদের সহিত খেলা করিত। রায় মহাশয় জানিতে পারিয়া তাহাও বন্ধ করিয়া দিলেন। ভগিনীকে না দেখিয়া পাগলীর বড় কষ্ট হইল। চপলা সমস্ত দিন রায় মহাশয়ের বাড়ীতে থাকিত। রাত্রিতেও সুবালার নিকট একঘরে শয়ন করিত। ভগিনীকে একবার দেখিবার নিমিত্ত পাগলী কখন কখন রায় মহাশয়ের বাগানে দাড়াইয়া থাকিত। চপলা পূৰ্ব্বদিকে দোতলায় জানালার নিকট দাঁড়াইত, দূর হইতে ভগিনীকে দেখিয়া পাগলী সন্তুষ্টচিত্তে বাড়ী ফিরিয়া যাইত। সুবালা ও চপলার সহিত আর একজন খেলা করিত। তাহার নাম ধনুক ধাৱী । বড়ালমহাশয়ের শ্যালকপুত্র। বড়ালমহাশয়ের পুত্রকন্যা ছিল না, সেজন্য তাহাকে আপনার সংসারে রাখিয়াছিলেন। সুবালা অপেক্ষা সে দুই তিন বৎসরের বড় হইবে। সুবালা ও চপলা যখন বাগানে বেড়াইতে যাইত, ধনুকধারী তখন তাহাদের সহিত গিয়া মিলিত। যে উচ্চ গাছ হইতে বালিকা দুইটি ফুল পাড়িতে পারিত না, ধনুকধারী গাছে উঠিয়া পাপের পরিণাম দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com ~ We'BS