পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ প্ৰথম অধ্যায়। ধনুকধারীর বাসনা ভাদ্র মাসের শেষ। নদীতে বান আসিয়াছে। গ্রাম যথারীতি জলপ্লাবিত হইয়াছে। একদিন বৈকালবেলা সুবালা একেলা বাগানে গিয়াছিলেন। তিনি যে ফুলগাছগুলি পুঁতিয়া ছিলেন, তাহাদের শুষ্কপত্র ও শাখা-প্ৰশাখা ভাঙ্গিয়া দিতেছিলেন। এমন সময়ে সেই স্থানে ধনুকধারী গিয়া উপস্থিত হইল। সুবালা এক্ষণে প্ৰভুনী, ধনুকধারী তাঁহার বেতনভোগী ভৃত্য। কিন্তু বালককালের কথা এখনও ধনুকধারী ভুলিতে পারে নাই। সুবালার সহিত “আপনি” বলিয়া কথা কহিতে কখনও তাহার অভ্যাস হয় নাই। তবে সুবালার নাম ধরিয়া ডাকিতে সে সাহস করিত না। আবশ্যক হইলে “ও গো,’ ‘হঁ। গো” বলিয়া কোনরূপ কাজ সারিত। নিকটে গিয়া ধনুকধারী কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। ঘােড় হেঁট করিয়া পা দিয়া মাটি খুঁড়িতে লাগিল। কােন কথাবলিত সাহস করিল না। ১৫% সুবালা বলিলেন,- “কিরূপ একটা গন্ধ ধনুকধারী উত্তর করিল— “একটি সুবালা বলিলেন,- “কি বলিবে, ধনুকধারী বলিল,- “ Vx এক সঙ্গে অনেক খেলা করিয়াছি কত ফুল, কত ফল তোমাকে পাড়িয়া দিয়াছি। যখন চপলা ছিল, তখন কত আহলাদ-আমোদে আমরা কালক্ষেপণ করিয়াছি।” সুবালা বলিলেন,- “এই কথা তুমি বলিতে আসিয়াছ?” ধনুকধারী বলিল,- “যখন যাহা বলিয়াছ, তখন তাহা করিয়াছি। কুকুরের ন্যায় তোমার আজ্ঞা পালন করিয়াছি।” সুবালা বলিলেন,- “এ আর নূতন কথা কি? তুমি বড়ালমহাশয়ের আত্মীয়—সেজন্যও বটে, আর ছেলেবেলায় তুমি আমার সঙ্গী ছিলে— সেজন্যও বটে, দিদিমণি তোমার উপকার করিয়াছেন। কুড়ি টাকা বেতনে তোমাকে তিনি কৰ্ম্ম দিয়াছেন। পরে তোমার আরও ভাল হইবে, সে ব্যবস্থাও তিনি করিয়া গিয়াছেন।” ধনুকধারী বলিল,- “আমি চাকরী চাই না।” সুবালা বলিলেন,- “চাকরী চাও না! তবে কি চাও, তা বল। কাকা মহাশয় আসিলে তাঁহাকে বলিব। যদি অসঙ্গত না হয়, তাহা হইলে অবশ্য তিনি তোমার বাসনা পূর্ণ করবেন।” ধনুকধারী বলিল,— “পাছে তুমি রাগ কর, সেই ভয়ে সে কথা বলিতে আমার সাহস হইতেছে না ।” পুরাপের পুরিণাম। Wbre sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ! ধনুকধারী! কি মনে করিয়া?”