পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মারিতে মারিতে লইয়া চলিল । ক্রমে আমরা যমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। যম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে স্তুপাকার খাতাপত্রের সহিত চিত্ৰগুপ্ত, সম্মুখে ডাঙ্গস হাতে ভীষণমূৰ্ত্তি যমদূতের পাল। আমাদের দুইজনকে যমদূতেরা সেই রাজসভায় হাজির করিল। প্রথমে অপর লোকটির বিচার আরম্ভ হইল । চিত্ৰগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন,- “তোমার নাম?” সে উত্তর করিল,- “আমার নাম বৃন্দাবন ঔই।” তাহার পর কোথায় নিবাস, কি জাতি প্রভৃতি জিজ্ঞাসা করিয়া খাতা-পত্ৰ দেখিয়া যমকে চিত্ৰগুপ্ত বলিলেন,- “মহাশয়! এ লোকটি অতি ধাৰ্ম্মিক, অতি পুণ্যবান। পৃথিবীতে বসিয়া এ বার মাসে তের পাৰ্ব্বণ করিত, দীন-দুঃখীর প্রতি সৰ্ব্বদা দয়া করিত, সত্য ও পরোপকার ইহার ব্ৰত ছিল।” এই কথা শুনিয়া যম চটিয়া গেলেন। তিনি বলিলেন,- “চিত্রগুপ্ত। তোমাকে আমি বারবার বলিয়াছি যে, পৃথিবীতে গিয়া মানুষ কি কাজ করিয়াছে, কি কাজ না করিয়াছে, তাহার আমি বিচার করি না। মানুষ কি খাইয়াছে, কি না খাইয়াছে, তাহার। আমি বিচার করি। ব্ৰহ্মহত্যা, গো-হত্যা, স্ত্রী-হত্যা করিলে এখন মানুষের পাপ হয় না, অশাস্ত্রীয় খাদ্য খাইলে মানুষের পাপ হয়। তবে শিবোত্তৰু তন্ত্রশাস্ত্ৰ মতে সংশোধন করিয়া খাইলে পাপ হয় না। তন্ত্রশাস্ত্ৰে শিব বলিয়াছেন,- “গোমাংস, মেষমাংস, অশ্বমাংস, মৃগমাংস— এই অষ্টবিধ মাংসকে ংস বলে। এই সকল মাংসই দেবতাদিগের তৃপ্তিদায়ক। ‘ওঁ প্ৰতিদ্বিষ্ণুস্তবতে’ ওঁ ব্ৰহ্মাৰ্পণমস্তু।” এই মন্ত্রে সংশোধন করিয়া লইলে বেদজ্ঞ ব্ৰাহ্মণও এই সমুদয় মাংস ভক্ষণ করিতে পারে। মৃগমাংসের ভিতর শূকরের মাংসও ধরিয়া লইতে হইবে। তন্ত্রশাস্ত্ৰে যাহাকে কলামাংস বলে, শিব তাহা খাইতেও অনুমতি দিয়াছেন আর দেখ, চিত্রগুপ্ত! তুমি এ কেরাণীগিরি ছাড়িয়া দাও । পৃথিবীতে তোমার বংশধর কায়স্থগণ কি করিতেছে, একবার চাহিয়া দেখ। উড়ে গয়লার মত এক এক গাছা সূতা অনেকে গলায় পরিতেছে। ব্ৰাহ্মণকে তাহারা আর প্রণাম করে না। ইংরাজী পড়িয়া তোমার হেডটি গরম কর। হেডটি গরম করিয়া তুমিও গলায় দড়ি দাও। মোটা দড়ি নয়। বুঝিয়াছ তো? গলায় দড়ি দিয়া “চিত্ৰবৰ্ম্মা’ নাম গ্ৰহণ কর।” এই কথা বলিয়া যম নিজে সেই লোকটিকে জেরা করিতে লাগিলেন,- “কেমন হে বাপু! কখনও বিলাতি বিস্কুট খাইয়াছিলে?” সে উত্তর করিল,- “আৰ্জেজ্ঞ না।” যম জিজ্ঞাসা করিলেন,- “বিলাতি পানি? যাহা খুলিতে ফটু করিয়া শব্দ হয়? যাহার জল সে উত্তর করিল,— “আৰ্জেজ্ঞ না।” যম পুনরায় জিজ্ঞাসা করিলেন,- “সত্য করিয়া বল, কোনরূপ আশাস্ত্রীয় খাদ্য ভক্ষণ করিয়াছিলে কি না?” ডমরু-চরিত sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ԳԵԳ