পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইতে পারে, তাহা হইলে মশার ভঁড় হইতে জোক হইবে না কেন?” ডমরুধর বলিতে লাগিলেন, — যাহা হউক, আমার বড়ই চিন্তা হইল। এত কষ্টের টাকা সব বৃথায় গেল, তাহা ভাবিয়া আমার মন আকুল হইল। কিন্তু আমি সহজে কোন কাজে হতাশ হই না। গ্রামে ফিরিয়া আসিয়া, অনেক ভাবিয়াচিন্তিয়া বৃহৎ একটি মশারি প্রস্তুত করিলাম। কাপড়ের মশারি নহে, নেটের মশারি নহে, জেলেরা যে জাল দিয়া মাছ ধরে, সেই জালের মশারি। তাহার পর পাঁচজন সাঁওতালকে চাকর রাখিলাম। একখানি নীেকা ভাড়া করিয়া সেই নামিলাম। চারি কোণে চারিটি বঁাশ দিয়া চারিজন মাঝি ভিতর হইতে মশারি উচ্চ করিয়া ধরিল। তীর-ধনু হাতে লইয়া চারিপার্শ্বে চারিজন সাঁওতাল দাঁড়াইল। একজন সাঁওতালের অভ্যন্তরে অগ্রসর হইতে লাগিলাম। অধিক দূর যাইতে হয় নাই। বৃহৎ মশকগণ বােধ হয় অনেক দিন উপবাসী ছিল। মানুষের গন্ধ পাইয়া পালে পালে তাহারা মশারির গায়ে আসিয়া বসিল। কিন্তু মশারির ভিতর প্রবেশ করিতে পারিল না। সঁওতাল পাঁচজন ক্রমাগত তাহাদিগকে তীর দিয়া বধ করিতে লাগিল। সেদিন আমরা আড়াই হাজার মশা মারিয়াছিলাম। সন্ধ্যাবেলা কাজ বন্ধ করিয়া পুনরায় নীেকায় ফিরিয়া আসিলাম। সাঁওতালগণ এককুড়ি মৃত মশা সঙ্গে আনিয়াছিল। ভঁড়, ডানা ও পা ফেলিয়া দিয়া সাঁওতালরা মশা পোড়াইয়া ভক্ষণ করিল। তাহারা বলিল যে, ইহার মাংস অতি উপাদেয়; ঠিক বাদুড়ের মাংসের মত। আমাকে পরদিন আমরা দুই হাজার মশা বধ করি বার শত, এইরূপ প্ৰতিদিন মশার সংখ্যা কুমন্তই নিঃশেষ হইয়া গেল। হয় আমরা সী যুণ্ঠশি মারিয়া ফেললাম, আর না হয় অবশিষ্ট মশা নিবিড় বনে পলায়ন করিল। সেই দুইধি আমুর আবাদে এ বৃহৎ জাতীয় মশুরু উপদ্রব হয় নাই। মশার হাত হইতে অর্থাৎ শুড় ইইতে পরিত্রাণ পাইয়া আমি আবাদের চারিদিকে পুনরায় ভেড়ি বাধাইলাম। বন কাটিয়া ও পুষ্করিণীর সংস্কার করিয়া কয়েক ঘর প্রজা বসাইলাম। এই সমুদয় কাজ করিতে আমার আটশত টাকা খরচ হইয়া গেল। তখন দেখিলাম যে, আরও হাজার টাকা খরচ না করিলে কিছুই হইবে না। সে হাজার টাকা কোথায় পাই। পঞ্চম পরিচ্ছেদ শূন্যপথে লোহার সিন্দুক আমাদের গ্রাম হইতে সাত ক্রোশ দূরে কাচপুরের স্বরূপ সরকেলের সহিত আমার আলাপপরিচয় ছিল। কাপড়ের দোকানে যখন কাজ করিতাম, তখন তিনি আমাদের খরিদার ছিলেন। কাপড়ের দাম লইয়া তিনি বড় হেঁচড়া-হিচড়ি কচলা-কচলি করিতেন না। তিন সত্য করিয়া ধৰ্ম্মের দোহাই দিয়া আমি তাহাকে বলিতাম যে, “আপনার নিকট হইতে কখনও আমি এক brow দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%87oooooook