পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাসায় গমন করিলাম। আমি তখনও বাহিরে, কিন্তু দূর হইতে দেখিলাম যে, আর একটা “আমি বাসার ভিতর গটি হইয়া আছি। আবার বাহিরে একটা আমি, ভিতরে একটা আমি। আবার “ঘরে গৌতম বাহিরে গৌতম ।” বনবাসী হইয়াও আমি সে উৎপাত হইতে নিভৃতি লাভ করিতে পারিলাম না। তবে আর এ স্থানে থাকিয়া কি হইবে? তাহা ছাড়া আর একটা “আমি” সহসা যদি এই বনে আসিতে পারে, তাহা হইলে সে আমার গৃহেও থাকিতে পারে। সে স্থানে সে “আমিটা” কি করিতেছি না। করিতেছি, তাহার ঠিক কি? সেজন্য বাড়ী ফিরিয়া যাইতে আমি মানস করিলাম। সুন্দরবন হইতে আমাদের বাড়ী আসিতে হইলে অনেক দূর নীেকায় আসিতে হয়, তাহার পর সালতি লাগে, সে স্থান হইতে আমাদের গ্রাম পাঁচ ক্রোশ। সন্ধ্যার সময় সেই স্থানে আসিয়া আমার সালতি লাগিল। বাকী পাঁচ ক্রোশ পথ আমি হাঁটিয়া চলিলাম। ভেড়িতে একজনেরা মাছ ধরিতেছিল। তাহদের নিকট হইতে একটি ভেটকি মাছ চাহিয়া লইলাম । পঞ্চম পরিচ্ছেদ ছোটখাটো ভ মৃনুন্ন ভূত ভেটকিমাছটা হাতে লইয়া আমি পথ চলিতে । সকলেই জানে যে, মাছ দেখিলে ভূতের লোভ হয়। দুই ক্রোশ পথ গিয়াছিষ্ট্রোত্রি প্রায় একপ্রহর হইয়াছে। এমন সময় একটি ভূত আমার সঙ্গ লইল। “র্দেনা, দে দেনা” বলিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আসিতে লাগিল। বলা বাহুল্য যে, আমার বিলক্ষণ ভয় হইল। কিন্তু ভূতকে মাছ দিলে আর রক্ষা নাই। তৎক্ষণাৎ সে মানুষের প্রাণবধ করে। সেজন্য তাহার কথা আমি শুনিলাম না, তাহাকে আমি মাছ দিলাম না। কিছুদূর গিয়াছি, এমন সময় আর একটা ভূত আসিয়া জুটিল। একটা আমার দেনা” বলিতে বলিতে আমার সঙ্গে চলিল। কিন্তু কিছুতেই তাহাদিগকে আমি মাছ দিলাম না। অবশেষে তাহারা আর লোভ সামলাইতে পারিল না। মাছের মাথার দিক্‌ কানুকোতে হাত দিয়া আমি ধরিয়াছিলাম, মাছের অপর দিক তাহারা খপ্‌ করিয়া ধরিয়া ফেলিল। অপর দিক ধরিয়া তাহার মাছের লেজার দিক ধরিয়া; সেই মাঠের মাঝখানে ঘোরতর টানাটানি করিতে পারি? ক্ৰমে আমি শ্ৰান্ত হইয়া পড়িলাম। তখন নিরুপায় হইয়া একটা ভূতের হাতে আমি কামড় মারিলাম। বলিব কি হে, ভূতের হাতের কথা। ঠিক যেন কাঠের উপর কামড় মারিলাম। তাহার পর দুৰ্গন্ধ। সেইরূপ দুৰ্গন্ধ মানুষের নাকে কখনও প্ৰবেশ করে নাই। আমার দাঁত নাই সত্য, কিন্তু সেই ফোকলা মুখের এক কামড়েই ভূত দুইটি পলায়ন করিল। তখন আমার মুখে দুৰ্গন্ধা! দুৰ্গন্ধে আমি ক্রমাগত উদগার করিতে লাগিলাম। সেইখানে বসিয়া ন্যাকার ন্যাকার ন্যাকার! মনে হইল পেটের নাড়িষ্টুড়ি বুঝি বাহির হইয়া গেল। নিশ্চয় বুঝিলাম যে, এইবার আমার আসন্নকাল উপস্থিত হইয়াছে। আমি সেই স্থানে চক্ষু বুজিয়া শুইয়া छaाझष्-bfāछ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro brS