পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসিয়াছিলেন। কিন্তু এ সব কাৰ্যে আমিও একজন ঘুণ। আমি ধরা দিলাম না। সত্বর সে স্থান হইতে পলায়ন করিলাম। বেলা তখন প্রায় তিনটা বাজিয়াছিল। সন্ধ্যার পূৰ্ব্বে আমার বাসায় পৌছিতে হইবে। তা না হইলে ময়ুর আমাকে সপ্তদ্বীপের ওপারে স্বাদুসমূদ্রে নিক্ষেপ করবে। সেজন্য পৃথিবীর দিকে ময়ূরকে আমি পরিচালিত করিলাম। চতুৰ্থ পরিচ্ছেদ জিলেট জিলেকি সিলেমেল করিয়াছিলাম, বক্তৃতা করিয়াছিলাম, স্বদেশের হিতের নিমিত্ত চাঁদা সংগ্ৰহ করিয়াছিলাম, তাহার পর চাঁদার টাকাগুলি নিজে হাম করিয়াছিলাম। সন্ন্যাসি-বিভ্রাটের পর আমিও এক স্বদেশী কোম্পানি খুলিয়া অনেক রাড়ী বালতি গরীব কেরাণীর মস্তকে হস্ত বুলাইয়াছিলাম। তবে প্রেত হইয়া আমাকেও কি ঐ অশ্বােণ্ড গমন করিতে হইবে? কিন্তু তাহার পর আমার স্মরণ হইল যে, যম অবগত আছেন, আমি মুরগী খাই না, পুঁই শাক ভক্ষণ করি না। সুতরাং সেই পুণ্যবলে অনায়াসে আমি সত্য-লোক, যেখানে ইচ্ছা সেইখানে গিয়া বাস। করিতে পারিব। যদি ধৰ্ম্ম শিখিতে চায় তো রা। আমার কাছে আসুক। হু হু শব্দে ময়ুর পৃথিবীর দিকে ধাৰ্বিস্তু ইহঁল। অসংখ্য ব্ৰহ্মাণ্ড অসংখ্য গ্ৰহ-নক্ষত্র পার হইয়া অবশেষে সূৰ্য্যমণ্ডল পার হইলাম। স্টেটস্থান হইতে পৃথিবী দেখিলাম,—অতি ক্ষুদ্র এক নক্ষত্রের ন্যায় ঝিকমিক করিতেছে। ময়ূরের দুই পার্শ্বে আমার দুইটি পা বুলিতেছিল। হঠাৎ কোথা হইতে কি একটা আসিয়া আমার বাম পায়ে কামড় মারিল। কিন্তু তৎক্ষণাৎ ছাড়িয়া দিল। চকিত হইয়া আমি সেই দিকে দৃষ্টিনিক্ষেপ করিলাম। দেখিলাম যে, অতি বিরক্তিসূচক মুখভঙ্গিমা করিয়া চাকার ন্যায় কি একটা গড়াইয়া গেল। আমি ভাবিতে লাগিলাম, চাকার ন্যায় ওটা কি? আমার পায়ে কামড় মারিল কেন? অনেক ভাবিয়া-চিন্তিয়া শেষে বুঝিতে পারিলাম। আমার রূপে জগৎ আলো করিয়া শূন্যপথে আমি আসিতেছিলাম। চাকার ন্যায় ওটা রাহু। আমাকে পূর্ণিমার চন্দ্ৰ মনে করিয়া সে গ্ৰহণ লাগাইতে আসিয়াছিল। পূর্ণিমার পর প্রতিপদে চন্দ্ৰগ্ৰহণ হয়। কিন্তু আমার রূপে মুগ্ধ হইয়া সে লোভ সংবরণ করিতে পারে নাই। তারপর আমি যে পূৰ্ণচন্দ্র-তার আর প্রতিপদ হয় না। যাহা হউক, হতজ্ঞান হইয়া সে আগে থাকিতে আমাকে গিলিতে আসিয়াছিল। ভাগ্যে আমার গায়ে মাংস নাই, কেবল হাড়, তাই সে কামড় বসাইতে পারিল না। মুখ সিঁটকে চলিয়া গেল। রাহুর দুই চারিটা দাঁত ভাঙ্গিয়া গেল কি না তা বলিতে পারি না। আমার শরীর যদি সুস্বাদু হইত, তাহা হইলে আমার গ্ৰহণটি সৰ্ব্বগ্রাস হইত। সাপ যেরূপ আস্তে আস্তে ভেককে ভক্ষণ করে, রাহুও সেইরূপ ক্রমে ক্ৰমে আমাকে পেটস্থ করিত। চন্দ্র-সূর্য্যের ন্যায় আমার আর মুক্তি হইত। না। চিরকাল আমাকে রাহুর—সৰ্ব্বনাশ! রাহুর পেট নাই। আমাকে সৰ্ব্বগ্রাস করিয়া সে "f firls via gas xel a www.amarboicom a tro