পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুলুর জন্য অপেক্ষা করিতে লাগিলেন। অল্পীক্ষণ পরে কেশব দেখিলেন যে, কিছুদূরে অনেক লোক ঘাটের দিকে আসিতেছে। ব্যাপারটা কি জানিবার নিমিত্ত তিনি অন্য পথে দ্রুতবেগে ঢাকমহাশয়ের বাড়ীর দিকে গমন করিলেন। সে স্থানে উপস্থিত হইয়া কাহাকেও দেখিতে পাইলেন না। গোয়ালের কোণে হাঁড়ীটি রাখিয়া তিনি গোয়ালের পশ্চাতে লুকাইয়া রহিলেন। সকলে গঙ্গার ঘাটে গিয়া ঝুড়ি দেখিতে পাইল। কিন্তু বুড়ি তুলিয়া দেখিল যে, তাহার নিম্নে হাড়ী নাই। হতাশ হইয়া সকলে ঢাকমহাশয়ের বাড়ীতে ফিরিয়া আসিল । ক্রমে বিলক্ষণ একটা জনতা হইয়াছিল । কালিকাও সকলের সঙ্গে ঘাটে গিয়াছিলেন। ফিরিয়া আসিবার সময় তিনি একটু পশ্চাতে পড়িয়াছিলেন। তাঁহাকে দেখিয়া কেশব লুক্কায়িত স্থান হইতে বাহির হইয়া গোলমালের কারণ জিজ্ঞাসা করিলেন। কালিকার মুখে সকল বিবরণ শ্ৰবণ করিয়া তিনি বলিলেন,- “কেন! হাঁড়ী আমি লইয়া আসিয়াছি। গোয়ালের কোণে তাহা আমি রাখিয়া शािछि।" অহাদিত হইয়া কালিকা আলোক লইয়া মাতা-পিতার সঙ্গে গোয়ালে প্ৰবেশ করিলেন। আঁতিপাতি করিয়া গোয়ালের সকল কোণে, গোয়ালের সকল স্থান অন্বেষণে করিলেন। কিন্তু হাঁড়ী পাইলেন না। কালিকা পুনরায় কাঁদিতে আরম্ভ করিলেন । তখন বিন্দি নামক ঢাকমহাশয়ের বিস্তু বলিল যে,- “সে প্রতিদিন সকলের পাতের খাবার কুড়াইয় তাহার বোনঝির নিমিত্ত গোয়ালের কোণে রাখিয়া দেয় । সন্ধ্যাবেলা তাহার বোনবি য়। সে হয়তো হাঁড়ী লইয়া গিয়াছে। বিন্দির বোনঝিকে খুঁজিতে লোক দৌড়িল । ধক দূর যায় নাই। হাঁড়ী সহিত সকলে তাহাকে ধরিয়া আনিল। ব্যস্ত হইয়া কালিকা হাড়ী খুলিয়া দেখিলেন। হরি হরি! তিনি দেখিলেন যে, সন্দেশের নিম্নে তিনি যে ভাবে সাজাইয়া রাখিয়াছিলেন, সেইরূপ আছে। হাঁড়ী লইয়া আনন্দে তিনি মাতা ও ভুলোর দোতলায় আপনার ঘরে গমন করিলেন । ষষ্ঠ পরিচ্ছেদ আরব্য উপন্যাসের জিন কেশব আর লুক্কায়িত হন নাই। ভিড়ের অন্য লোকের সহিত দাঁড়াইয়া তিনি সমুদয় ঘটনা দেখিতেছিলেন। ঢাকমহাশয়ের দৃষ্টি তাঁহার উপর পড়িল। ক্রোধে প্রজুলিত হইয়া তিনি তাঁহাকে গালি দিতে লাগিলেন। তিনি বলিলেন,- “দূর হঃ, দূর হঃ! বােগদাদি মােল্লা আসিয়া আজ আমার হিন্দুধৰ্ম্ম নষ্ট করিল।” এইরূপ বলিতে বলিতে তাঁহার রাগ দাবানলের ন্যায় আরও জুলিয়া উঠিল। কেশবকে তিনি একপাটি জুতা ছুড়িয়া মারিলেন। কেশব ধীরে ধীরে বলিলেন, — “আপনি আমার পিতৃস্থানীয় গুরুজন। আমি প্ৰত্যুত্তর করিব না। চারিদিন পরে আপনার কন্যাকে ও আমার পুত্ৰকে আমি লইতে পাঠাইব, পাঠাইয়া দিবেন। না পাঠাইলে আপনাকে অনুতাপ করিতে হইবে।” "চমক-কৰিত দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com ~ brዓG: