পাতা:দর্শন দীপিকা.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8१ ] মনুর মত ইদানীন্তন যে বৈপরীত্য হইয়াছে ইহা সকল কথিত হইল এবং অধিক বিবেচনা করিলে পরিবর্তনে কেরল মন্দ ঘটনা হইয়াছে। ইহাই যত সন্ধান হইবেক তত ই প্রাপ্ত হইবেক । কেবল নীচ শূদ্র জাতির ব্যবহার নিঃসন্দেহে ভদ্রত হইয়াছে । কিন্তু এতদ্ভিন্ন সৰ্ব্ব প্রকারে হিন্দু ধর্মের গুনি দৃষ্ট হইতেছে। ইষ্টাদিগের জাতির প্রতিবন্ধক আধিক্য হইয়াছে ভূমির রাজস্ব দ্বিগুণ হইয়াছে, দায় বিচারের রহিত হইয়াছে, স্ত্রীলোকের ধৰ্ম্মের প্রতি তাচ্ছিল্য হইয়াছে সম্প্রতি শান্তি ক্রিয় স্থগিত হইয়া যুদ্ধের নিয়ম সকল বিস্মৃত হইয়াছে “We find from their extant works that the Hindus once excelled in department of taste and science, on which they never now attempt to "write.” তাহাঁদের বহু গ্রন্থ দ্বারা ইঙ্গও প্রাপ্ত হইতেছে ঘে হিন্দু জাতি কোন সময়ে বিদ্যায় ও বিবেচনায় অতি উত্তম ছিলেন কিন্তু অধুনা কোন রচনায় প্রবৃত্তি নাই । । “And that they formerly, impressed strangers with a high respect for their courage. Veracity,