পাতা:দর্শন দীপিকা.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৫৬ ] প্রভুকে মান্য করা সৰ্ব্বত্র কথিত ইহা অন্য কোন কারণে নহে কেবল কৃতজ্ঞতা প্রযুক্ত ঘটনা হয় । কেবল জাতিকুল প্রতিবন্ধকতায় যে কিছু করিতে অক্ষম । সিপাহী লোকের সরলতা বিদেশি কৰ্ত্তার প্রতি এতাদৃশী যে স্বদেশ' প্রযুক্ত যোদ্ধাদিগকে তাহাদিগের সহিত তুলনাও কঠিন কেবল সামান্য লোক যাহাদিগকে ক্ষমতাপন্ন লোকে সাহায্য করি য়াছেন এপ্রযুক্ত তাহঁরাই করে এমত নহে। বরঞ্চ বিপৎকালেও আত্মীয়তার ক্রটি করেননা এবং পরি বারের প্রতি ও দুরবস্থা গ্রস্তের প্রতি আত্মীয়তা ব্যব হার রাখেন ইহার সত্যপ্রমাণ যথা কোন ভদ্র ইংরা জঁ উচ্চ পদাভিষিক্ত বঙ্গদেশে স্বীয়াপরাধে কৰ্ম্মচু্যত হওত অত্যন্ত , দুরবস্থায় স্বদেশে পুনরাগত হয়েন কোন তত্রদেশীয় বান্ধব ষষ্ঠীকে উচ্চপদ এবং অনু গ্রহঁ উক্ত ইংরাজ করিয়াছিলেন তাহাকে লক্ষ টাকা র অধিক ক্রমশঃ স্বাধু বিহীনে আনুকুল্য করিলে কোন প্রত্যুপকার প্রাপ্তির প্রত্যাশা ছিলনা এই দয়ালু বন্ধু মহারাষ্ট্ৰীয় এক ব্রাহ্মণ, অন্য২ জাতিতে ভিন্ন জাতির প্রতি দয়ার লেশ প্রকাশ করেন না এবং স্বীয় ক্ষমতায় সৰ্ব্বদাই বিকৃত থাকেন।