পাতা:দর্শন দীপিকা.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७8 ] বৃহৎ হিন্দু স্থানের অৰ্দ্ধেক ভাগ বেষ্টিত রহিয়াছে। ইণ্ডিয়ন অর্থাৎ ভারতবর্ষীয় মহাসাগর দক্ষিণাংশে স্থিত, কিন্তু অন্যদুই অর্ণবাপেক্ষ ‘এইসাগর পরি সরে খৰ্ব্ব । এতদ্ভিন্ন আসিয়া দেশের মধ্যে কাস্পি য়ন, আরাল, ও বাইকাল,এই তিনরত্নাকর আছে। কাস্পিয়ন হিন্দু স্থানের উত্তর পশ্চিমাংশে স্থিত দীর্ঘ ৩০০ ক্রোশ প্রস্থ ৮০ অবধি ১৬০ ক্রোশ অর্থাৎ কোনস্থানে ৮০ ক্রোশ কোথাও ১৬০ ক্রেশশ । ইহাতে অনেক নদ নদী মিলিত অাছে এবং উক্ত সিন্ধুর পূর্বদিগে ১০৬ ক্রোশান্তে আরাল সাগর ২•• ক্রোশ দীর্ঘ ৬০ ক্রোশ প্রশস্ত ইহাতেও অনেক নদ নদী সম্মিলিত । বাইকল সাগর শিবির দেশে স্থিত দীর্ঘ ৩•• ক্রোশ প্রশস্ত ৩২ ক্রোশ জলের লধণত্ব গুণুে জলচর রক্ষা পায় এবং জলের উপর গুরুতর ভারি সামগ্রী ভাসমান হয় । লবণত্ব ভিন্নজলে কোন ডিম্ব ভাসাইলে ভাসিবেকনা কিঞ্চিৎ লবণ মিশ্রিত হইলেই সেই ডিম্ব ভাসিবেক। পরমেশ্বর জল অধিক সৃষ্টি করিয়াছেন যদ্বারা জীব জন্তুর বৃদ্ধি ও প্রাণ ধারণ হইতেছে সাগরের