পাতা:দর্শন দীপিকা.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৫ ] জল স্বৰ্য্যরশ্মিতে আকৃষ্ট হওত মেঘের সৃষ্টি হয় সেই মেঘ বায়ুতে চলিত করিয়া বৃষ্টি হয় । প্রচণ্ড বায়ুতে মেঘ ঊদ্ধে গতি হয়। অধিক উৰ্দ্ধে গতি হইলে উচ্চশৈলে বারি বরিষন করে যদ্বারা অধিক বৃষ্টি হইলে সেই জল পতিত হইয়া নানা সমুদ্রে মিলিত হয় ঐ ধারা বাহিনীর নাম নদ নদী ইত্যাদি সাগর, উপসাগর, হ্রদ, অৰ্থাত, নামে জলাশয় বিখ্যাত । ভারতবর্ষে যে যে অখাত আছে তাহার মধ্যে বাঙ্গলার অর্থাত প্রধান । অত্র আখাত উত্তর দক্ষিণে সহস্ৰ ক্রোশ পূৰ্ব্ব পূশ্চিমে কোনস্থানে বার শত ক্রোশ ইণ্ডিয়ন মহা সাগরের সহিত সংযুক্ত এই অখণত ব্যপিয়া জাহাজ কলিকাতায় গমনাগমন করে চীন দেশে গমনাগমনে এই অখাতের পূর্ব মুখে বাম পাশ্বে গমন করিতে হয়। হিন্দুস্থানের দক্ষিণ ও পশ্চিম সীমা ইহাতেই ধাৰ্য্য হইল। উত্তরাংশে বঙ্গ ভূমি পৃশ্চিমাংশে মান্দ্রাজ দেশ দক্ষিণ পশ্চিম কোণে লঙ্কা দ্বীপ পৰ্ব্বতের ধারা বাহিনী নদ নদী দ্বারা গঙ্গা; ব্রহ্মপুত্র, গোদা । বরী, কৃষ্ণ ও অন্যান্য পৰ্ব্বত হইতে• অনেক ক্ষুদ্র