পাতা:দর্শন দীপিকা.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१ ] হিন্দুস্থান, ইউরোপ অর্থাৎ বিলাত আফ্রিকা অর্থাৎ কাফরি দেশ । আধুনিক মুহাদ্বীপ আম্রিকা দেশ ও আধুনিক মহাদ্বীপ ১৬৭. শালে অর্থাৎ ১৭৮ বৎসর গত হইতেছে প্রকাশ হওত পরস্পর গতা য়াত হইতেছে এবং বসতি বৃদ্ধি হইয়াছে । জগৎ রচনা কালে যে যে দ্বীপ সৃষ্টি হয় তৎব্যক্তি রিক্ত ভূমিকম্প দ্বারা অস্প এবঞ্চ কীট কর্তৃক অনেক উপদ্বীপ সৃষ্টি হইয়াছে। উক্ত কীট দৃশু মান ক্ষুদ্র জীব কিন্তু পরাক্রম এতাদৃশ যে সমুদ্রের মধ্যে স্থিত হইয়া জলুের নীচের মৃত্তিক মুখে উত্থিত করিতে প্ৰবৰ্ত্ত হয়। আর যে পৰ্য্যন্ত জল পায় তাবৎ মৃত্তিক উত্তোলন করে পর্বতাকার মৃত্তিক হইলে ক্রমশঃ প্রস্তরের ন্যায় দ্রুহ হয় ঐ স্মৃত্তিক সমুদ্রের জলের সহিত উচ্চ সমান হইলেই সমুদ্রচর পক্ষি সকল তথায় বাস করে ঐ পক্ষির মল নির্গত যত হয় সেই মলের সহিত নানাজাতীয় ফলের বীজ পতিত হইলে নানাবিধ , বৃক্ষ '. উৎপত্তি হইয়া তাহাতে ক্রমে মহারণ্য হয়। পরে ক্রমশঃ বসতি ' হয়। পাসিফিক নামক মহাসমুদ্রের মধ্যে যুক্ত উপ দ্বীপ আছে সে সকল প্রায় উক্তকীট নিৰ্ম্মিত ।