পাতা:দর্শন দীপিকা.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৮ ] ভারতবর্ষ মধ্যে মালাকা নামক উপদ্বীপ স্থিত । এবং মহাদ্বীপ হইতে বাহির হইয়া যে ভূমিখণ্ড সমুদ্রাদির মধ্যে বহুদূর পর্যন্ত স্থাপিত রহিয়াছে তাহার নাম অন্তরীপ, যথা হিন্দু স্থানের কুমারিক খণ্ড অন্তরীপ। এই বঙ্গদেশের পশ্চিম আফ্রিকা দেশে কেপ নামক এক বৃহৎ অন্তরীপ আছে। প্রাচীন মহাদ্বীপের বিভাগ উইরোপ y• আনা অগসিয়া অর্থাৎ ভারতবর্ষ চীন দেশাদি / আনা আফ্রিকা ৩১• আমিক M১• এই ষোল আনা অত্র এবং মহাদ্বীপস্থ আসিয়া ইউরোপ এবং আফ্রিকা দেশে অামিকা হইতে ১৩ গুণ মনুষ্য অধিক । যেহেতুক অল্প দিনাবধি উক্ত দেশে লোকের গত স্নাত হইয়াছে। আফ্রিকা দেশ বালুকাময় অপশস্য প্রযুক্ত বসতি স্বম্প । লোক সংখ্যা । ইং ১৮১৬ সালে ৭, কোটি আসিয়া ভারতবর্ষ , চীনাদিতে ৫২ কোটি, আফ্রিকায় ৩ কোটি, আমি কায় ২ কোটি, ইউরোপে ১৫ কোটি । , , ১৮৪৯ সালে ৯৯ কোটি ত্রিশ লক্ষ ৯৯ সহস্ৰ