পাতা:দর্শন দীপিকা.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १> ] পশ্চিম ও দক্ষিণ ভাগে সমুদ্র এবং দক্ষিণ ভাগের অন্ত সীমায় কুমারি অন্তরীপ তাহার নিকটে লঙ্কা, সিংহল দ্বীপ, সিন্ধু নদীর বিলোচন স্থান, এবং পশ্চিমাংশে পারস্ত দেশ যবন বসতি, হিন্দুস্থানের উত্তর ও উত্তর পূর্ব ভাগে চুমাচল ঐ পৰ্ব্বত বক্র ভাবে কাশ্মীর দেশ হইতে রেকান পৰ্য্যন্ত দক্ষিণ পূৰ্ব্ব ভাগে অবস্থিতি করিয়াছে, হিন্দুস্থানের পূর্ব ভাগে ব্ৰহ্ম দেশ, বাঙ্গালা, ব্রহ্ম দেশের মধ্যে মণি পুর, হিড়ম্ব, নানা জাতীয় পৰ্ব্বতীয় লোক হিন্দু ধৰ্ম্মাশ্ৰিত । এই সকল সীমানার মধ্যে উড়িষ্যা, তৈলঙ্গ, ভ্রাবিড়, মহীসুর, শ্রবণোর, হয়দ্রাবাদ, পুণ্যাগ্রামীয়, নাগপুরীয়, মহারাষ্ট, দেশ, উত্তরে বঙ্গ, মগধ, কাশী, বন্দেলখণ্ড, ভগেলখণ্ড, মিথিলা, কোশল, মধুরী, হরিযান, দোয়াব, রোহেলখণ্ড, জয়পুর, বিকা নিয়ার, যাধপুর, সিন্ধিয়া, পঞ্জাব, মালবা, মুলতান সিন্ধু, গুজুরাট, ইহার পরিমাণ কুমারি অন্তরীপ পৰ্য্যস্ত ২৭৭৪ ক্রোশ প্রস্থে শ্ৰীহট্ট অবধি সিন্ধুদেশের কবাটীৰন্দর পর্য্যন্ত ১৬•• ক্রোশ ।