পাতা:দর্শন দীপিকা.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৭৩ } প্রমাণে অঙ্কবিদ্যা দ্বায়া উচ্চ এবং অবয়ব অব ধারিত হয় । গ্রহের পরিমাণ ১৭৮১ সালের পূর্ব বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এবং পৃথিবী বিজ্ঞাপ্ত হইয়া ছেন তৎপরে আর একগ্রহ প্রকাশিত হইয় ৩জার্জ পাদসাহের সময়ে উদয় জন্য জজিয়ম নাম উল্লেখ ত হইয়াছে পশ্চাৎ চারিগ্রহ বিজ্ঞান অর্থাৎ সীই রিষ, পল্লাস জুনো, বেষ্টা, ব্যক্ত হয়। গ্রহ দিগের গতি ছুইপ্রকার দৈনিক এবং বার্ষিক, বৎসরে যে কোনগ্রহ একবার স্বৰ্য্যকে বেষ্টনকরে তাহার বার্ষিক গতি, পৃথিবী গ্রহ তিনশত পয়ষষ্টি দিবস পোনেরদণ্ডে স্থৰ্যকে একবার বেষ্টন করে ইহাতেই লোকের এক বৎসর গণ্য হয় । দৈনিক গতি যথা গ্রহ সকল চক্রের ন্যায় মাপনার ভ্রমণ করিতেই প্রদ ক্ষিণ করে, সেই ভ্রমণে দিনের গতি হয়, চক্রের ন্যায় পৃথিবী ও অন্যান্য গ্রহ সকল ভ্রনণ করে, স্বর্ষ্যের সম্মুখে পৃথিবী যাবৎ জাগু গমন করেন তাবৎ আর যখন যেখানে জ্যোতি শূন্য হয় তখন তথায় রাত্রি হয় । যখন স্বৰ্ষ্য রশ্মিতে সেদেশে দিন