পাতা:দর্শন দীপিকা.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १8 | মান প্রকাশ হয় লণ্ডনে ২ প্রহর রাত্রি তখন কলি কাতায় প্রাতঃকাল আর মক্কায় ২ প্রহর ৩ ঘণ্টা রাত্রি ইত্যাদি। পৃথিবীর ভ্রমণ অল্পমেয় নহে যথা গাড়িতে ভ্রমণ করিতে হইলে আপনার ভ্রমণ বোধ হয়না, দুরের বাট বৃক্ষ ইত্যাদি নিকটস্থ হইতে থাকে যেমত নৌকাতে গমনাগমনে তীর চলিতেছে বোধহয়, পূর্ব পশ্চিমদিকে পৃথিবীর ভ্রমণ হয় । গাড়ির আলেযে প্রকার একপাক চাকা ঘুরিতে কত বার তদুপরি তদুপরি ঘূর্ণায়মান হয় সেইপ্রকার দিনের ও বৎসরের গতি, যক্রপ্ত ভাটা ঘুরিতে২ দূরে যায় তদ্রুপ দিন ও বৎসরের ভ্রমণ হইতেছে, ইহার নানা প্রত্যক্ষ প্রমাণ লিখিত আছে । পৃথিবী শূন্যোপরি স্থিতির তাৎপৰ্য্য পৃথিবী মণ্ডল সুৰ্য্যের আকর্ষণী শক্তিতে আকৃষ্ট আছে । বৃহৎ বস্তুর আকর্ষণে ক্ষুদ্রবস্তু নীত হয়; পৃথিবীর আক র্ষণে ক্ষ্যেণীস্থ সমস্ত বস্তু আকৰ্ষিত, তদনুযায়িক পৃথিবী স্কুর্য্যের মাকর্ষণে স্থিত আছে । পৃথিবী হইতে উৰ্দ্ধে যে কোনবস্তু চলাইলে অধঃপতন হয় তত্তাৎপৰ্য্য পৃথিবীর নিজ আকর্ষণী শক্তিতে অধঃ