পাতা:দর্শন দীপিকা.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १७ ] বৃহস্পতি ৪৩ কোটা ক্রোশ স্বৰ্য্য হইতে দূরস্থ ২৫ দণ্ডে চক্রবৎ ১২ বৎসরে স্বর্য্যকে একবার ভ্রমণকরে। বৃহস্পতি পৃথিবী হইতে ১৪•• গুণ বৃহৎ । তাহার রোচিষ্ণ চারি উপগ্রহ আছে যাহা দৃষ্টহয় । শনি স্থৰ্য্য হইতে ৭৯ কোটী ২০ লক্ষ ক্রোশ অন্তরস্থ ২৯ বৎসরে স্থৰ্য্যকে একপাদ ভ্রমণ করেন । শনি পৃথিবী অপেক্ষ ৯ গুণ বৃহৎ শনির সপ্ত উপগ্রহ আছে । জজিয়ন' নামক গ্রহ যাহা ইদানীন্তন প্রকাশ হস্কেল জ্যোতিবিৎ প্রথমত প্রকাশ করেন তাহ স্বৰ্য্য হইতে ১৫৮ কোট ৪ লক্ষক্রোশ দুর, ৮৩ বৎসরে স্থৰ্য্যকে একবার প্রদক্ষিণ করে ইহার ছয় উপগ্রহ আছে । সাইরিষ ও বেষ্ট এই দুই গুহ স্বৰ্য্য হইতে ২২ কোট ৮৮ লক্ষ ক্রোশ দুরবর্তী। এবং জুনে স্থৰ্য্য হইতে ২২ কোট ৪•,লক্ষ ক্রোশ দুরস্থ । প্রাস ২৪ কোট ক্রোশ অন্তরে ভ্রমণ করে, ইঙ্গর ক্রমে অনু সন্ধান হইতেছে।" - গ্রহণ বৃত্তান্ত । পৃথিবী আর সুৰ্য্যের মধ্যস্থলে চন্দ্ৰ থাকিলে