পাতা:দর্শন দীপিকা.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ११ ] চন্দ্রের ছায়া স্বৰ্য্যতে লয় হইলেই স্থৰ্য্যগ্ৰহণ হয়, কিন্তু সুৰ্য্যমণ্ডল হইতে চন্দ্রমণ্ডলের ক্ষুদ্রত্ব প্রযুক্ত চন্দ্রের ছায়াতে সুৰ্য্যের সমস্ত মণ্ডল আবৃত হয়না সেইহেতু স্থৰ্য্যগ্রহণে সৰ্ব্বগ্রাস সম্ভবেন চন্দ্র সুৰ্য্যের মধ্যস্থলে পৃথিলী থাকিলে পৃথিবীর ছায়াতে চন্দ্রকে আবৰ্ত্তন করে তাহাঁতেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্র মণ্ডল অপেক্ষায় পৃথিবী মণ্ডল বৃহৎ, এই প্রযুক্ত, তাহার ছায়াতে কখনই সৰ্ব্বগ্রাস ছয় অর্থাৎ চন্দ্রের সমুদয় মণ্ডল আচ্ছাদিত হয় । প্রতি বৎসরে গুহণ छूझे বারের নু্যন হয়না এবং সাতবারের অধিক ও ঘটেনা, এবং সকল গ্রহণ সৰ্ব্বদেশে দেখা যায়না আর প্রত্যেক গ্রহণ ও সৰ্ব্বদেশ সাধারণে কখন দশম হয়না । - চন্দ্র । t চন্দ্র পৃথিবী হইতে ১৩ গুণ ছোট অর্থাৎ পৃথি বীর ১৩ ভাগের এক ভাগ এই প্রযুক্ত পৃথিবীর আকর্ষিত চন্দ্র, চন্দ্র স্বয়ং কৃষ্ণ বর্ণ সুর্ষ্যের তেজে উজ্জ্বল দৃষ্ট হয়। ইহা চন্দ্রের হ্রাস বৃদ্ধি দেখিলেই প্রত্যক্ষ হয়। চন্দ্রের স্বীয় তেজ থাকিলে প্রতি দিন