পাতা:দর্শন দীপিকা.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १भ्र' ] পূর্ণ চন্দ্র দেখা যাইত । চন্দ্রের যে ভাগে স্বর্ঘ্যের তেজ লাগে সেই ভাগ রশ্মিময় হয় । অর্থাৎ পৃথিবী ও চন্দ্রের গতি বিশেষে দিন২ তাহার ষে অংশ দেখা যায় ততই চন্দ্রের বৃদ্ধি হয়, শেষ পর্য্যন্ত বৃদ্ধি হইয়! কৃষ্ণপক্ষে হ্রাস হইতে থাকে অর্থাৎ স্বৰ্য্যের তেজের তিথি বিশেষে হ্রাস ও বৃদ্ধি, নচেৎ প্রকৃত মণ্ডলের কিছু ক্ষয় বৃদ্ধি হয় না এই জগতের মত অনেক জীব এবং নীচ উচ্চ স্থান চন্দ্রে আছে ইহাও দৃষ্ট হয় । জোয়ার ভাটার বিষয় । জল চঞ্চল স্বভাব চন্দ্রাকর্ষণে আকৃষ্ট হওত উপরে ধায় ঐ আকর্ষণের বেগ যতক্ষণ থাকে তত দুর পর্যন্ত উপরে ধাবমান হয় সেই বেগ নিবৃত্তি হই লেই ভাটা হয়। ইউরোপীয় পণ্ডিতগণ প্রতি দিন যত বৃদ্ধি হইবেক তাহা হস্তাঙ্গুলি পরিমান পঞ্জি কণয় লেখেন । বিদুৎ ওঁ বজ্রপাতের বৃত্তান্ত । আকাশ মঞ্চলে বিছাতে পরিপূর্ণ অাছে কিন্তু বিছুৎ মেঘে গুপ্ত থাকে এজন্য সৰ্ব্বদা দৃষ্ট হয় না,