পাতা:দর্শন দীপিকা.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ v> ] কোন মাঠে আলোক দৃষ্ট হইলে আলিয়া ভূত কহে তাহার সন্মুখে পড়িলে छूलीशैक्षता। খাল বা বিলে নিপাত হইতে"হয় ইহার তাৎপৰ্য্য অগ্নিবায়ু নামক ষে বায়ু যখন আকাশে এবং ভূতলে বুলবান হয় তৎ ক্ষণাৎ এই প্রকার সংযোগ হয় । শুস্ক বিলের কর্দম বিশেষে উক্ত বায়ু উৎপন্ন হয় তাহাকে ধৃত করিবার বাসনায় মনুষ্য যত দৌড়িবেক তত সেই বেগের বাতাসে উক্ত বায়ু দূরে গমন করে। যথা অতি অন্ধ পুষ্করিণীর পঙ্কের তেজ ধারণে আলোক উৎপত্তি হয়। ধনুকের বিবরণ। যেদিগে বিলুং বৃষ্টিপাত হয় তাহার বিপরীত দিগে স্থৰ্য্য প্রকাশ হইলে বৃষ্টির বিন্দুতে স্কুর্যের তেজ লাগিলেই চিত্র বিচিত্র বর্ণ ধনুকের মত আকার দেখাষায় । ইহার প্রত্যক্ষ প্রমাণ এক শিষার গেলাসে জল পরিপূর্ণ,করিয়া সুর্ষ্যের কিরণে রাখিলে নানাবর্ণ দেখা যাইবেক । ঘুর্ণ বায়ুর বিবরণ। আকাশ্ন মণ্ডলে প্রচণ্ড বায়ু দুই দিক যৎকালীন H