পাতা:দর্শন দীপিকা.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১০৬ ] বর্তমানে ব্যুৎপত্তি কিপ্রকার হইতেছে এবং ভবিষ্যতে কিতাদৃশ হইবেক, ইহা কহিবার অাব শ্যক নাই। পঞ্চাশত বৎসর পূৰ্ব্বে বঙ্গ ভাষায় সম! চার পত্র এক দুর্লভ বিষয় ছিল। ধৰ্ম্ম শাস্ত্র প্রজ। বর্গের অগোচর এবং অত্যন্ত অল্প হাও ছিল। যাহার। উপযোগী শাস্ত্র সংগ্রহ করণে সক্ষম ছিলেন তাহারাষ্ট্রদাস্ত করিতেন এইক্ষণে তৎ পরিবর্তন এত দৃশ দৃষ্টি হইতেছে যে উজ্জ্বল দিবসের উষার ন্যায় উপস্থিত হইয়াছে। হস্ত লিখিত গ্রন্থ সকল যাহা হিংসুক পণ্ডিত কতৃক গুহ।মধ্যে প্রোথিত এবং রাজপুত্র দিগের পুস্তকালয়ে বিন্যস্ত ছিল এইক্ষণে সাধারণের প্রাপ্য এবং দ্রষ্টব্য হইয়াছে। সকলেই এইক্ষণে যাজক ব্রাহ্মণের প্রতারণা দ্বারা যে সকল ধৰ্ম্ম এপর্য্যন্ত ইচ্ছাধীনে প্রকারান্তরে প্রকটন হইয়া ছিল সে সকল সুগোচর হইয়াছে । নিরপেক্ষাভি প্রায় এবং চিত্তশুদ্ধি বিষয়ে প্রগস্তুতাতিশষ্য হই য়াছে । অধিকন্তু খ্ৰীষ্টিয়ান দিগের সাহস এবং সংশোধন দৃষ্টে মনুষ্য সকলেই স্বয়ং অসাধুত্ব ৰূপ নিদ্রাবস্থা হইতে উত্থিত হইতেছে, , এযাবৎ