পাতা:দর্শন দীপিকা.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ونلاد ] মন দৃষ্টে প্রশ্ন করিবাতে তেঁহ প্রাতভ্রমণ গুণের উপদেশ করিতে লাগিলেন যে ইহা হইতেই উত্তম উপকার আর নাই এদেশীয় লোকরা ইহ জ্ঞাত নহেন। বিলাতের প্রচন্দ্রপ রীতি যে রাজ। প্রজা সকলেই রাত্রি অবসানে ক্রোশাবধি ভ্রমণ করিয়া স্বৰ্ষ্যপ্রকাশে স্বীয় ক্ষুধা এবং বলবৃদ্ধি করতঃ গৃহে পুনরাগত হয়েন । আমার ইচ্ছা যে তদেশে যাইতে পারি, অনন্তর এক দীর্ঘ নিশ্বাস পরিত্যাগে কহিতে লাগিলেন যে এদেশীয় লোক কি আলস্য তাহারদিগের কোন উৎসাহ নাই। ইষ্টারদিগের সময় ধূমপানে নষ্ট হয়, কোন পরিশ্রম করেন না অনেকেও অধিক বেল হইলে গাত্ৰোথান করেন, হায় কিৰূপ ইহঁরা আলস্য। এবস্তুত যুবক বঙ্গজ স্বদেশীয় প্রতি নানা অহিতাচারের আক্ষেপ করিতে লাগিলেন তেঁহ প্রাতঃস্নান এরং ব্যায়াম বৃত্তান্তের অনভিজ্ঞ, যাহ। ভদ্রহিন্দ সকলে করিয়া থাকেন शेड़ কহিয়া তাহার বুদ্ধির ভ্রম দর্শ ইতে ছিলাম, ইতিমধ্যে অভাগ্যবশতঃ এক প্রাচীন পাঠশালার বঙ্গজ অর্থাৎ প্রাচীনাবস্থার ভূদ্র