পাতা:দর্শন দীপিকা.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i SX4 লোকের সন্নিত সাক্ষাৎ হইলে অস্মদাদিকে উক্ত প্রাচীন তাহার ভবনে গমনের প্রার্থনায় এক ইং রাজী পত্র বুঝাইতে কহিলেন, তথায় গমনানন্তর প্রাচীন বঙ্গজ দিগেয় রীতিতে আমারদিগকে সভ্রম ও সমাদর করত বসাইলেন। প্রতঃকালে গ্রীষ্ম ছিল এবং বহু ভ্রমণে ক্লান্ত ছিলাম उञ्जन, भाक्कि পুরের উত্তম গোলাব আমারদিগের গাত্রে ছিটাই লেন এবং পাখা ব্যজন হইতে লাগিল। যদ্বার শীতল হইলাম । যে কারণে অ হাম্বিত তাহ জ্ঞাত ছিলাম না এবং যাবৎ আমরা সুস্থির-না হইলাম তাবৎ বাবুও কিছু কহেন নাই। পশ্চাৎ সাহেবের এক পত্র উপস্থিত করিলেন, পত্রের মৰ্ম্ম বাবুর এক নীলের কুঠার ভাড়ার ধার্যার্থে লিখিত উক্ত পত্রের অর্থ, বুঝাইতে এবং বঙ্গ ভাষায় অনু বাদন করিতে পারিলে ভাল হয় কহিবাতে আমরা পাঠ করিলাম এবং সামুদায়িক বুঝিলাম পত্রে অধিক লেখা ছিল এবং বহু দ্বিরুক্তি লিখিত ছিল সেই যুব বঙ্গজ আমার হস্তে পত্র দিয়া বুঝাইতে কহিলে, আমি অস্বীকার হইলাম যেহেতুকু তিনি K