পাতা:দর্শন দীপিকা.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৮ ] আমাহইতে শ্রেষ্ঠ বিদ্বান ছিলেন এবং এই প্রযুক্ত অন্মদাদি দুই জনের মধ্যে উক্ত কৰ্ম্মে তিনি যোগ্য পাত্র ছিলেন বাবুও আমার অভিপ্রায়ে সম্মতি প্রদান করিলেন ইহাতেই যুব বঙ্গজকে পাঠ করিতে হুইল অর্থাৎ সামুদায়িক বোঝা স্বীয় স্কন্ধে লওনে এক রঙ্গ উপস্থিত হইল। সে রঙ্গ আমার মহাবীর বান্ধবকে যে কেহ নাহি জানেন তাহার বিশ্বাস ক ওন দুষ্কর। তিনি পত্র স্বহস্তে গ্রহণ করতঃ দৃষ্টিপাত করিয়া পুনঃ পাঠ করিলেন। এক বড় ঘড়ি অামারদিগের সম্মুখে ছিল সেই ঘড়ির মিনিটের কাটার ৫ দাগে অর্থাৎ মিনিট গত হইল তথাচ আমার বান্ধব নীরব রহিলেন। প্রাচীন ভদ্র মহাশয় যাবৎ সুস্থির চিত্তে অর্থ শ্রবণ করিতে অপেক্ষা করিতেছিলেন আর স্থির থাকিতে পরিলেন না, তিনি আমাকে সঙ্কেতে জিজ্ঞাসা করিলেন যে পত্রার্থ বুঝাইবার বিলম্বের তাৎপর্য কি.যুকী বঙ্গজ উক্ত সঙ্কেত বুঝিয়া এক দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক কহিতে প্ৰবৰ্ত্ত হইলেন। প্রথমভাগ মধ্যম ৰূপে বুঝাইলেন পরস্তু