পাতা:দর্শন দীপিকা.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] হওত হিন্দু যবনাদির সধৰ্ম্ম দুটে যে ধৰ্ম্ম শিক্ষা হয় তদৃত্তান্ত ইংরাজী এরং বঙ্গ ভাষায় প্রকটিত झ्ङेव्न् । পশ্চাৎ সন ১৮১৬ সালে অর্থাৎ ৩২ বৎসরাবধি হিন্দুকালেজ স্থাপন এবং সচ্চরিত্র হওন নিমিত্তক হিতোপদেশ ইত্যাদি যে যে প্রকরণ শি •ক্ষ হয় সাধারণের বিবেচনার্থে ভাষায় কিয়দংশ লিখিত হইল । তৎপরে ১৮৪১ সালে অনিরবিল্‌ ইলফিনিষ্টন সাহেব মাদ্রাজ রাজ্যের গবর্ণর প্রায় ৭ বৎসর গত হইল বহুপরিশ্রমে সৰ্ব্ব দেশ ভ্রমণে লিনদুর মুল শাস্ত্র প্রশংস পুরাণের প্রতি কটাক্ষ সংগ্রহকারের স্বীয়ই অভিপ্রায়ে হিন্দুর মুল ধৰ্ম্ম ভ্ৰষ্ট কারক তৎকারণে ধৰ্ম্ম ও ব্যবহারের গ্রানি ইত্যাদি লিখিত করেন যে পুস্তক ইংলণ্ড রাজকার্যাকুরী সমুহের বিধি স্বৰূপ মান্য অতএব তাহার প্রয়োজনীয় বৃত্তান্ত সামুদায়িক ইংরাজী ও বঙ্গ ভাষায় লিখিত হইল । তদনন্তরে হিন্দুকলেজ এবং অন্যান্য বিদ্যালয়ের ছাত্ৰগণের হিন্দুধৰ্ম্ম প্রতি অভিপ্রায় এবং উপস্থিত কালে বিদ্যা শিক্ষা হওত যে যে গুণ এবং দোষ প্রাপ্ত হইয়াছেন তৰ্ত্তাবদ্ধৃত্তান্ত হিন্দু সংবাদ