পাতা:দর্শন দীপিকা.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ১২৫ , } ভূত ষষ্ঠী ঠাকুরাণী, পঞ্চানন ঠাকুর, ইত্যাদি ইহাই উক্ত কথনের তাৎপৰ্য্য) এ শুভ দিন উদয় কখন হইবেক যে श्न्क्रूि७ মেছিলমান স্বয়ং বনিতার উক্ত দোষ কথন না করিবেক। অন্মদাদির হিন্দুস্থানস্থ বসুমতি মাতার গৰ্বজাত হিন্দু ও মোছলমান সন্তান সকলে কবে আপনারদিগের পত্নীর বিজ্ঞ তার মঙ্গল স্বনি করিবে। আমারদিগের স্ত্রীলোকেরা কোন সময় যে এদেশের লোকের চরিত্ন শোধনে সভ্য দেশের অর্থাৎ ইংলণ্ডীয় স্ত্রীলোকের তুল্য আনুকুল্য করিবেকু। g o এইক্ষণে অপবক্ত,তায় যে সাকল্য দোষ যদ্বারা এদেশকে বশীভূত করিয়াছে তাহ অত্র পত্রে দর্শ ইলাম, অতএব বিৱেচ্য হইবেক । এতদ্বিবরণে স্বীয়২ অভিপ্রায় বিভিন্নাকারে বহু লিপি করিয়াছেন এবং নানা কৌশলে স্বীয় বিবেচনা ও বাক্য প্ররো চনা করিয়াছেন। আমার বুদ্ধি নিঃসন্দেহে অপ বুদ্ধিই বটে, কিন্তু আমি কোনক্রমেই স্বীকার করিতে পারি না যে কারণ সকল পরিবর্তন হইলেই অন্মদাদির অসদ্ব্যবহারের মূলোৎপাটন হইবেক,