পাতা:দর্শন দীপিকা.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >२१ ] সুশিক্ষিত হিন্দু সন্তান দিগের স্বীয় অভিপ্রায় বঙ্গ ভাষায় লিখিত করিবার মূল ইষ্টাপত্তি যে সাধ৷ রণের সুগোচর হওত ভাবি কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যতা অব ধারিত হইয়া পরস্পর মনোগ্লানি অর্থাৎ পিতা পুত্রের চিত্ত মালিন্য দূরীকৃত হয়। প্রথমত ইহঁরদিগের ইংলণ্ডীয় ভাষা কালেজীয় অর্থাৎ ইদানীন্তন পাঠশালার ছাত্রের মধ্যে উত্তম, মধ্যম, অধম ধৃতে শতের মধ্যে ১৫ জন। সুশিক্ষিত হইয়াছেন । ইহঁরদিগের লিখন পঠন বক্তৃত। ইংলণ্ডীয় বিদ্বান গণ তুল্য প্রায় হইয়াছে। শিক্ষিত অশিক্ষিত প্রায় যুবক মাত্রেরি ৪• বৎসর বয়ে ধিক্য লোকের ব্যবহার হেয় বুদ্ধি এবং অযুক্তি সহ আচার নিশ্চিত হইয়াছে। যথা মিথ্যালাপ, অসত্য কথা, সহসা প্রবঞ্চনা, লাম্পট্য ব্যবহার, অযুক্তি যুক্ত কৰ্ম্ম করা, দয়াখৰ্ব্ব, অকৃতজ্ঞতা ইত্যাদি দোষাপর্ণ করেন"। ইদানীং বিচারপতিত্ব পদে এরুং বিশ্বাসস্থ রাজ কৰ্ম্ম বহুসংখ্যক হিন্দুসন্তান পদস্থ 'হওত সম্পূর্ণ বিশ্বাসের কৰ্ম্ম নির্বাহ করিতেছেন। এবং নিলোভী,