পাতা:দর্শন দীপিকা.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১২৮ ] সত্যবাদী, সুশীল, দয়ালু, বৃথা অর্থাৎ অপ্রয়ে জনীয়ালাপ রহিত, নিন্দায় বিরক্ত, অলম্পট, গুণ সমুহ প্রাপ্ত হইতেছে ইহাতে ইহঁরা যে সকলেই উত্তম সুশিক্ষিত বটেন এমত নহেন এবং স্বয় সম্ভ ম প্রতি অত্যন্ত দৃষ্টি স্পষ্ট বোধ হইতেছে পূৰ্ব্বে যেন তেন প্রকারেণ ধনোপাৰ্জ্জন করতঃ বিদেশ হইতে আগমনে স্বদেশে প্রশংসিত এবং সন্তুম প্রাপ্ত হইতেন, এক্ষণে অধিক ধনোপাজ্জ ন অর্থাৎ স্বীয় আয় পক্ষে অধিক ধন আহরণ হইয়াছে ভ্রষ্ট হইলে অন্যায্য প্রকরণে অবশুই ধনোপাৰ্জ্জুন হইয়া থাকিবেক এমত কটাক্ষ সুশিক্ষিত সমাজে অত্যন্ত দৃষ্ট হইতেছে। পরনিন্দ শ্রবণে সুশিক্ষিত গণ অতি দুঃখিত হয়েন ইহাও প্রাপ্ত হইতেছে। স্বীয় দেশের উপকারার্থে প্রাণ পর্য্যন্ত পণ কৰ্ত্তব্য मूके इट्रेटङटझ, ब्रैौञ्च তুপমানেও তদ্রুপ। এতদগুণ সমূহ যে যথার্থ ধৰ্ম্ম ইহা স্বীকার অবশ্যই করিতে হইবেক । "স্বীয় ধৰ্ম্ম প্রতি এক ঈশ্বরে ভক্তি এবং বেদের প্রতি শ্রদ্ধার ব্যুনতাও প্রাপ্ত হয়ন। বরঞ্চ উৎসাহ