পাতা:দর্শন দীপিকা.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >ు ] অত্র মৌহুৰ্ত্তিক পর্যন্ত সৰ্ব্ব সমাজে ভোজনে, বি বাহে, শ্রাদ্ধে প্রচলিত দৃষ্টে সুসিক্ষিত গণের সমূহ গুণ প্রত্যক্ষে উপস্থিতাচারের দোষস্পর্শন যুক্তি সিদ্ধ হয় না। • যদি উক্ত সামুদায়িক ব্যবহার, ধৰ্ম্ম ও আচার কুধনে সমাজে শাসনীয় নাহয় তবে সুশিক্ষিত গণের আচার ব্রহ্মজ্ঞানের আচার কহত অম্মদাদির নিন্দাকরণ গর্হিত হইতেছে। কিন্তু বৰ্ত্ত মান সময়ে রাজকাৰ্য্য কারী এবং সুশিক্ষিত গণ মাত্রেই এই দেশে সদ্ব্যবহার করণ কারণ অগত্য ন্তিক মনোযোগী যৎকালে হইয়াছেন তখুন যে ঝটিতি সদুপায় ও সংশোধন হইবেক ইহাতে সংশয় নাই ইতি ।

  • সমাপ্তঃ ।

డిE=