পাতা:দর্শন দীপিকা.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীজ্ঞানপতয়ে নমঃ । •øffffffem এই প্রকার শতসহস্ৰ আন্দোলন সৰ্ব্বদা হইতেছে এবং যৎকালীন, লক্ষই মুদ্র মাসিক ব্যয় অত্র তাৎপর্যার্থে হইতেছে তখন ইহা নিবারণের কোনহ উপায় মাত্র নাই এবং রাজৰ ঈশ্বরের অংশ ইহাও বেদাঙ্ক মনু লিখিতেছেন তখন ঈশ্বরেচ্ছ ব্যতীত এ ঘটনা হয় নাই। অতএব ঈশ্বরের স্বীয় কৃত কৰ্ম্ম খণ্ডন কখন হয়না। যদিস্তাৎ আরাধনা যে কোন প্রকারে করি লেও পরমেশ্বরের আরাধনা হইয় থাকে কিন্তু, ঈশ্বরের স্বয়ং ক্রিয়াতে যখন প্রতি দেশে অবয়ব ঋতু, পশু, পক্ষী, বিভিন্ন স্বজন ব্যবহার করিয়াছেন তখন সকলের ধৰ্ম্ম যে বিভিন্ন আকারে স্থায়ী তাহার ক্রিয়। স্পষ্ট বোধ হইতেছে অতএব ইহার অন্যথা চেষ্টাকারির প্রতি বিদ্যুতাগ্নি বঙ্গ, ভূমিকম্প ৰড়ি বাতাস রোগ যুদ্ধ যে সকল ঐশ্বরীর দণ্ড আছে ইহাতে অযথার্থ হইবার নহে। অর্থাৎ কেন্তু করিতে পারবেক না। অতএৰ ইহার তত্ত্বানুসন্ধানে ইছাই প্রাপ্ত হুইতেছে যে খ্ৰীষ্টীয় ধৰ্ম্ম বিস্তারণের ছুই হেতু প্র