পাতা:দর্শন দীপিকা.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 6 || বাসনায় জাপন অভিপ্রায় গোপন করত মোরগের প্রতি সকলের বিরক্তকর দোষারোপ করিতে লাগিল যে সারারাত্রি চীৎকার ও কদৰ্য্যশব্দ করত শৃগালের এবং তাহার স্বজাতীয় ব্যবসার হানি করহ এবং প্রতিবাসির নিদ্রার ব্যাঘাত হইতেছে তাহাতে মোরগ প্রত্যুত্তরে কহিলেক যে আমি অকারণে কাহাকেণ্ড বিরক্ত করি নাই রাত্রি অৰসানে আহাদপূর্বক আপন পত্নী মুরগীকে পুনশ্চেতন করি এবং কশ্মিষ্ঠ লোকের আগত সময়ে সতক করি । শৃগাল কহিলেক তোমার উক্তর প্রত্যুত্তরের উপর নির্ভর করা হয় না অামার আহারের কাল হইয়াছে ইহাই কথিত মোরগকে ধৃত করত তাহার জীবন এবং কাহিনী অবশেষ করিলেক অর্থাৎ তাহাকে নষ্ট, করিলেক । তৎপর্য্যাধ আসতের মন্ত্রণা সত্যত আচারে কিম্বা যথার্থ বাদে কিম্বা কারণ দর্শনে অন্যথা হয় না । কোন সময়ে একু দেশে রাজ্যত প্রযুক্ত এক ভেক এবং ইন্দুরে ভয়ানক, বিবাদ উপস্থিতে যুদ্ধে প্ৰবৰ্ত্ত ছিল এমত কালীন এক চীল আগত । হইয়া ছে৷ মারত উভয়কে ढाझे झै গেল ! - ক ৩