পাতা:দর্শন দীপিকা.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ه ه ] অত্র.পাঠের ক্রিয় আচার ও ব্যবহার দেশের নীতি এবং বিপরীতাচরণে সকলের কটাক্ষ ভাজন এরং নিন্দনীয় হইতে হয়। এবং ইদানীস্তন শিক্ষিত বালকদিগের কার্য দৃষ্ট করিলে উক্ত পাঠের গুণ গ্রহণ হইয়াছে প্রত্যক্ষ হইবেক । , গ্রন্থান্তর যথা । যুবকের বহু বিশ্বাসপূর্বক কৰ্ম্মারম্ভ করেন খেদের বিষয় পশ্চাৎ অগিত বিপদ তাহারা জ্ঞাত নহেন ৷ ১ ৷ আমারদিগের বিষয় প্রাপ্তে- গৰ্ব্ব করণ কোনহ অংশে কৰ্ত্তব্য নহে বরঞ্চ তাহাতে পরোপকারের চেষ্ট, অতি উচিত এবং পরমেশ্বরের ধন্যবাদ কৰ্ত্তব্য র্যাহার কৃপায় বিষয় প্রাপ্ত হইয়াছে .। ২ {। যে পরিবারে জগৎ পিতার সাধন ও ভক্তি হয় পিতা মাতার মান্যতা এবং অজ্ঞাবহন ছয় ভ্ৰাত ভগিনী ঐক্যতায় কাল যাপন হয় যেখানে স্বচ্ছন্দে এবং নীতিতে চলন হয় যে স্থলে বিবাদ বিহীন এবং দয়া ও পরিণাম দৃষ্ট আছে সেই পরিবার জাহাদিত ও স্বচ্ছন দর্শন হইবেক । ওঁ । কুকৰ্ম্ম এবং পাগলামি ব্যতীত বিপক্ষ কদাচ হয় না । পীড়িত ও দুঃখির প্রতি