পাতা:দর্শন দীপিকা.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సికి J এবং বুদ্ধিহীন জন জঘন্য তালুর নিন্দ কিম্বা প্রশংসা গ্রাহ নহে ৷ ২ ৷ এক সৎপুত্র আপন পিতা মাতার মৃত্যুর খেদ অত্যন্ত করিলেক তাহার প্রতিবাসী সাস্তুন বাক্যচ্ছলে কহিলেক ষে তুমি অপল পিতা মাতার সেবা কায়মনো বাক্যেতে করিয়াছ তাহাতে তোমার খেদের বিষয় কি। সৎপুত্র উত্তর করিলেক যে তাহাতে আমার পরিতোষ নাই যেহেতুক পিতামাতার ষে কিছু আজ্ঞা অামাহইতে উল্লঙ্ঘন হইয়াছে ইহাই দুঃখবড় ৩। এক সময় পৰ্ব্বতীয় অগ্নি প্রজ্বলিত অবস্থায় নিকটবাসী প্রজাসকলে দুরদেশে পলায়ন করিতেছিল অত্র অত্যন্ত বিপৎকালে সকলেই আপন জীবন রক্ষা এবং গৃহের উপাদেয় দ্রব্য ঝটিৰ্তি সংগ্ৰহ করিয়া পলায়ন করিতে ছিল ইত্যবস্থায় এনাপাএস এবং এমকিনমস্ নামক ছুই সহোদর উক্ত বিপদকালে আপনাদিগের সম্পত্তি সংগ্রহ করণকালীন স্মরণ করিলেক যে বৃদ্ধ মাতা পিতা তাহারা পলায়নক্ষম কদাচ নহৈন। অতএব পরস্পর কহিতে লাগিল যে ক্ষুদ্র ধন অহিরণের চেষ্টা অমর করিতেছি হাদে অামারদিগের প্রাণধন দাত যে পিতা-মাতা তাহারদিগকে হুরাইয়া বিষয় ধনের যত্ন অতি ঘৃণিত কৰ্ম্ম করিতেছি অত্র বি 혁