পাতা:দর্শন দীপিকা.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S8 J বেচনায় তৎক্ষণাৎ সৰ্ব্বস্ব পরিত্যাগে পিতাকে এক জন মাতাকে এক জন স্কন্ধে লওত অগ্নির উত্তাপহইতে নির্গত হইলেন যে কেহ অত্র ব্যপার দর্শন করিলেক তাহারা চমৎকৃত হইল এবং উক্ত ব্যবহার পশ্চাৎ বহু - জন রুত অাচরিত হইল। ৪ । এক বালক পুেরিষ অর্থাৎ ফরাসিস দেশের কোন বিদ্যালয়ে শিক্ষা করিত এবং শুষ্ক রুট এবং ঝোল ব্যতীত কিছু আহার করিত নাবিদ্যালয়ের কৰ্ত্ত বালকের ভোজন দৃষ্টে অত্যন্ত .ক্ষোভিত হইয়া অন্য রালকদিগকে কহিলেন যে ইহাক্লে উত্তম ভোজন করিতে প্রবৃত্তি দেহ তাহার। নানা প্রকার কহিবাতে বালক গ্রাহ্য অকরণে বিদ্যা লয়ের কৰ্ত্ত বালককে জিজ্ঞা করিলেন যে কি কা রণে উত্তম দ্রব্য ভোজন না করহ তাহাতে কোন উত্তর প্রাপ্ত না হইবাতে বালককে বিদ্যালয়হইতে বহিস্কৃত করিবার মন্ত্রণা করিলে বালক নিরাশ। হইয়া কহিলেক যে মহাশয় আমি আপন পিত্র লয়ে কেবল কৃষ্ণ বর্ণ ৰুটী অতিঅলপ ভোজন করিতাম এবং জলপান করত জীবন ধারণ করিতাম এখানে আমি উত্তম রুট এবং ঝোল ভোজন প্রাপ্ত হইতেছি এবং বহু উপাদেয় সামগ্ৰী ইচ্ছা হইলেই ভোজন করিতে প্রাপ্ত হইতে পারি