পাতা:দর্শন দীপিকা.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| >g কিন্তু আমার কোন প্রকারে সুত্র ভোজনে প্রবৃত্তি হয় না। যেহেতুক আমার পিতা মাত কেবল কৃষ্ণ বুর্ণ রুট ভোজন ও জলপান করেন মাত্র । অতএব উত্তম আহার, দর্শনে আমার অতিদুঃখ উদয় হয় বিদ্যালয়কৰ্ত্ত বালকের বৃত্তান্ত শ্রবণে কদাচ মুস্থির থাকিতে পারিলেক না চক্ষুর জলে ভাসিত হইলেন কিঞ্চিৎ কালান্তরে বিদ্যালয়কৰ্ত্তা বালককে জিজ্ঞাসা করিলেন যে তোমার পিত। যুদ্ধ শ্রেণীতে পূৰ্ব্ব চাকুরি করিতেন তাহার পেনসন অর্থাৎ জীবনপর্যন্ত পারিতোষিক বেতন প্রাপ্ত হয়েন নাই বালক কহিল প্রাপ্ত হয়ুেন নাই র্তিহ বহু চেষ্টা করিয়াছিলেন তাহাতে আহা-. রের অসঙ্গতিতে চেষ্টা ক্ষান্ত হইতে হইয়াছে . এবং বরষালি গ্রামে কজর্জ করত বিব্রত না হইতে হয় প্রযুক্ত অতি দুরবস্থা স্বীকার করিয়া বনবাসী হইয়াছেন । বিদ্যালয়কৰ্ত্ত কহিলেন যদি এবম্পুকার ঘটনা হয় তবে ৫•• তঙ্ক বার্ষিক বেতন আমি তাহার করিয়া দিব স্বীকার করিলাম } এবং তোমার বান্ধবদিগের অর্থাৎ পিতা মাতার এই দুরবস্থ৷ অতএব এই এ তঙ্কা তুমি আপন জন্য গ্রহণ করহ আর তোমার পিতা মাতার জন্যে ২৫০ তঙ্ক ৰ্তাহারদিগের ছয় মাসॐ २