পাতা:দর্শন দীপিকা.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| >} ] অধিকার অর্থাৎ শক্তিই ইহাই যে স্বাভাবিক গুণ ও মানকে ব্যক্ত করে এবং পৃথক ক্ষমতাকে সསྨཨཱ་ཤོ পরিমাণে নিবেশক, এবং অভ্যাসের ক্ষমবান করে অর্থাৎ শিক্ষাতে মুন সৰ্ব্ব গুণে গুণান্বিত হয় । ৫। বালকের শিক্ষাতে বিশেষ ইন্টাপত্তি ষে মনুষ্যত্ব হয় যথা উপযুক্ত নগরবাসী প্রজা হইতে হইবেক আপন সন্তানের উপযুক্ত পিতা হইতে হইবেক সভ্য এবং বহু জীবীহইতে হইবেক । সভ্য এবং কশ্মিষ্ঠ প্রজাতে প্রথমত সকলের উপকার সম্ভাবন হয় অপরন্তু আপনার উপকার ঘটনা হয়। ৬।

    • ধাৰ্ম্মিকতা আচরণ ।

এমত ব্যবহার উচিত যাহা মনুষ্যের কৰ্ত্তব্য কাৰ্য্য ইহা করিলেই সৰ্ব্বদ উন্নতি সুখপ্রদ যে জগৎপতির মনোনীত কৰ্ম্ম করা হইল। ১ । বিবাহ ও সন্তানোৎপত্তি কার্য্যে ধাৰ্ম্মিকতা ভদ্রত ,অত্যাবশ্যক ইহাতে কেবল স্বীয় দোষ গুণ বৰ্ত্তে এমত নহে বরঞ্চ সন্তানসন্ততির ভাবি সুখ উপদেশ এবং দৃষ্টান্তের স্থল ঘটনা হয়। অর্থাৎ ভদ্রতা ধাৰ্ম্মিকতা ব্যবহারে পত্নী ও সন্তান তদ্ব্যবহার প্রাপ্ত হইবেক । ২। অত্র সম্বন্ধে অনভিজ্ঞ