পাতা:দর্শন দীপিকা.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ هللا ] এবং অশুচি ব্যক্তি অত্যন্ত দুরবস্থাগ্রস্ত হয় যেহেতুক উক্ত দোষ গোত্রের মুল এবং অকিরের উচ্ছিন্নত করে। সৎ স্বভাব ও ধৰ্ম্ম বিষয় দৃষ্ট হইলেই পিতা মাতা উপদেষ্টার গৌরব বিদিত হয় ঐহিক ও পারত্রিকের সুফল প্রাপ্ত হয় । অতএব বিদ্যা শিক্ষা ব্যতীত মনুষ্যত কদাচ সম্ভবে না । ৩ { . * to - তদনন্তরে দ্বিতীয় গ্রন্থ আইজকওয়াট পণ্ডিত মহাশয়ের কৃত ইংরাজী ১৭৫৬ সালে অর্থাৎ ৯২ বৎসর গত হইল লিখিত হইয়া বালকদিগের. পাঠ হয় তাহার সংক্ষেপ তাৎপৰ্য্যৰখ ষৎকিঞ্চিৎ লিখিত হইল বিদ্যা শিক্ষা এবং বুদ্ধি মার্জিতকরণার্থক । বিবেচনা ক্ষমতা মনের হইলে সদসৎ দৃষ্টি যে - দুর্লভ মহারত্ব অনায়াসে লভ্য হইল। যদ্বারা জীবনের দোষ নিরীক্ষণ অধিকার হঁওত অসাবধানে এবং বুঝিবার ক্রটিতে বাল্যকালের যে উন্মত্ত প্রলাপের সমুহ ক্রিয়াদি ঘটনায় যে অসং- ' খ্যক মনোদুঃখ ও যাতন ভোগ হইয়াছে ইহা । বিবেচনা করিবার উপায় শিক্ষা হইলে সেই সংঘটন হইতে পারিত না এমত সতর্কত প্রাপ্ত হয় ।