পাতা:দর্শন দীপিকা.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

L २५” ] কত সম্বন্ধ অতএব পালককে পাল্য হইতে হইলেই স্বীয় মন ক্ষুব্ধতাত্যন্তিক ছুঃখ কর হয়। এবং দৈব উপাসনায় প্রবর্ত হইলে পিতৃ পুণ্যদ্বারা পুত্রের কল্যাণ অবধারিতে জর প্রতি শ্রদ্ধ। ভক্তি বৃদ্ধি হয় । এবং জীবাত্মায় পরমাত্মায় অপণ সাধন ইষ্টাপত্তি মাত্রই ইহ-শরীরে চমৎকার এবং প্রাচীনাবস্থায় উপবাসাদিতে আয়ুৰ্বদ্ধি এবং সুখকর পশ্চাৎ যুক্তি সিদ্ধ সাধারণের বিবেচনার্থে লিখিত হইবেক। উক্ত ব্যবস্থা মনু সত্যযুগে নিৰ্ব্বন্ধন করেন উপস্থিত কালে বহু স্থলভ ধৰ্ম্ম কণিত হইয়াছে। অতএব আশ্রম ধৰ্ম্ম ও পরম ধৰ্ম্ম পরস্পর বিভিন্ন কথিত হইয়াছে ইহাঁরি বাক্যার্থ ধৰ্ম্ম ও পুণ্য। অত্র অভিপ্রায় বিষ্ণুসংহিতার ৯৪ শ্লোক যথা । গৃহীবলী পলিতদর্শনে বনাশ্রয়োভবেৎ, অপত্যস্য চাপত্য দশনেন বা । পুত্রেযুভাৰ্য নিঃক্ষিপ্যতয়ানুগম্যমানোবা ।