পাতা:দর্শন দীপিকা.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[૭૩ ] দুর্গা, গণেশ, ব্রাহ্মণ, বেদ, বেদমাতা, দেবতা সকল, গোপী, গোপাল, এবং রাধা, ভক্তের সমন ঞিহারাও প্রাণ প্রিয় নহেন। অত্রস্থলে ফল সন্ধান রহিত হইয়| বিষ্ণু ভক্ত হইলে বৈষ্ণব আমার প্রতি ভক্তি কামনা করিয়া সৰ্ব্বদা কৰ্ম্ম করিবেক গুরু মুখে বিষ্ণু মন্ত্র যাহার কৰ্ণ কুহরে প্রবেশ হইয়াছে সকল বেদেই তাহাকে জীবন্মুক্ত কহিতেছেন। বৈষ্ণব আমার প্রাণ কিম্ব আমি বৈষ্ণবের প্রাণ শঙ্কর, লক্ষী, দুর্গা, গোপ, গোপী, এবং রাধ, ইহাহইতেও আমার ভক্ত শ্রেষ্ঠ। অতএব অত্র সাধন কৃষ্ণময় সৰ্ব্বদ। অর্থাৎ অহরহ কৃষ্ণময় দৃষ্ট হইলে কৃষ্ণপ্রাণ হইলেন এবং সুতরাং কৃষ্ণেরও ॐवां१ ट्७ ङ्ইল। শ্রীরাধিকার আহার ওঁ নিদ্রা দৈহিক ক্রিয়া সম্পন্নার্থে বরঞ্চ শ্ৰীকৃষ্ণৰূপ কদাচিৎ বিস্মরণ সম্ভাবন হইত অতএব বৈষ্ণব ততোহধিক না হইলে অর্থাৎ সৰ্ব্ব কামনা রহিত ন হইলে রাধ হইতে প্রিয় হয়েন কি প্রকারে সম্ভাবনা হয়। গুরু মুখে উক্তমন্ত্র কর্ণে গ্রহণ করত পরক্ষণে গৃহাশ্র: মের বিষয়ে প্রবঞ্চন, শঠতা, অন্যমন; বরঞ্চ সেই চিত্তে দুর্ভাবনু উদরে উক্ত সাধন ভ্ৰষ্টাচার অবৃশ্বই স্বীকার করিতে হইবেক এবং ভ্রষ্টাচারের